মহেশপুর সংবাদদাতা
মহেশপুরে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় এক নারীকে উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে উপজেলার ফতেপুর ইউপির রাখালভোগা মাঠে এ ঘটনা ঘটে। এসময় পাশে কাঁদতে থাকা একটি শিশু সন্তান উদ্ধার করা হয়।
বর্তমানে ওই নারীকে পাশ্ববর্তী কোটচাদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সময় ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন .. .. সুন্দরবন উপকূলে কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ সংস্কার কাজ এগিয়ে চলছে
স্থানীয়রা জানান, শিশু বাচ্চার কান্নার শব্দে খোজাখুজির এক পর্যায়ে ড্রাগন ক্ষেতের খুটির সাথে ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় ওই নারীকে দেখতে পান স্থানীয় কৃষকরা।
পরে আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী কোটচাদপুর হাসপাতালে নেয়া হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি শিশু সন্তানকে পাওয়া যায়। উদ্ধারকৃত শিশুটি ওই নারীর বলে ধারনা করছেন এলাকাবাসী।
ইউপি সদস্য কহিনুর বেগম বলেন, ঝুলন্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করা হয়েছিলো। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানতে পেরেছি।

