শ্যামনগর সংবাদদাতা
সাতক্ষীরা জেলার স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জেলা শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে জেলার শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্বাচিত করা হয়েছে।
১ জানুয়ারি সাতক্ষীরা সিভিল সার্জন সম্মেলন কক্ষে মাসিক সমন্বয় সভায় জেলার স্বাস্থ্য সেবায় শ্রেষ্ঠ অবদান ২০২৫ সফলতায় আনুষ্ঠানিক ভাবে সম্মাননা স্মারক সংবর্ধনা প্রদান করেন সিভিল সার্জন ডা. আব্দুস সালাম। সম্মাননা গ্রহণ করেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আরিফ বিল্লাহ, পরিসংখ্যানবিদ অপর্ণা কর্মকার, এমটিইপিআই শেখ মেফতাউল হক প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনস্থ সকল পর্যায়ের স্বাস্থ্য সেবা দানকারী ও সেবা গ্রহণকারীদের সম্মিলত প্রচেষ্টায় এ সফলতা। এ ধরনের সাফলতা অব্যহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

