কোটচাঁদপুরে সংবাদদাতা
কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি ও গণভোট সম্পর্কিত জনসাধারণকে অবহিতকরণ এবং ভোট দানে উৎসাহ প্রদান শীর্ষক সচেনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কোটচাঁদপুর পৌর শহরের দুধসরা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজুল ইসলাম, মডেল থানার অফিসার ইনচার্জ আসাদুউজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা পোল্লাহ্দ রায়, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আবদুল্লাহ বাশার, সাবেক সভাপতি মইনুদ্দিন খান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আপেল, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় ভিডিও চিত্র প্রদর্শন করে হ্যাঁ-না ভোটের করণীয় বিষয় ও নির্দেশনামূলক কর্মকাণ্ড জনসাধারণের মাঝে প্রদর্শন করা হয়।

