পাইকগাছা সংবাদদাতা
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুবুর রহমান বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার সাথে প্রত্যেকের গণভোট নিয়েও প্রচারণায় ভূমিকা রাখতে হবে। কেননা এ নির্বাচন যদি বাধাগ্রস্ত বা অনিশ্চয়তা দেখা দেয় তা হলে যে ধাক্কা আসবে সেটা সামলানোর ক্ষমতা হয়তো কারোর থাকবে না। শনিবার বেলা ১১ টায় পাইকগাছা থানার সামনে মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি দৃঢ়তার সাথে বলেন, ২৪-এর গণআন্দোলনে ফ্যাসিস্টের পতনে আমাদের সন্তান বা ছেলেরা যদি রক্ত না দিত তা হলে আমরা এ পর্যায়ে আসতে পারতাম না। সে জন্য তাদের প্রতি শ্রদ্ধা জানাই। তিনি আরো বলেন, সুন্দর বাংলাদেশ গড়তে দল মতের উর্ধে উঠে ভুলে গিয়ে সবাই যেন ভোট কেন্দ্রে আসে সবাই সেই চেষ্টা করবেন। উপস্থিত রাজনৈতিক নেতা-কর্মী, সুধিজন, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ সবার উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিশ্চিন্তে ভোট কেন্দ্রে আসবেন। ১৭ বছর পরে এবার ভোট দেবার সুযোগ পেয়েছি। পুলিশ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে।
অনেক বক্তার প্রশ্নের জবাবে তিনি জানান, আমরা কাউকে অহেতুকভাবে গ্রেফতার করছি না, কথা দিচ্ছি কোন নিরীহ মানুষ হয়রানি হবেনা, পুলিশ সেটা করলে প্রমাণ দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।
তবে, ফ্যাসিস্ট যারা গত ১৭ বছরে মানুষের সাথে অন্যায় আচরণ করেছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও নিঃস্ব করেছেন তাদের কোন ক্ষমা নেই বলে তিনি মন্তব্য করেন।
ওসি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল বিরনী, এএসপি (ডি সার্কেল) আমির হামজা।
ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদ, সদস্য সচিব এসএম ইমদাদুল হক, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য এসএম আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী রুহুল আমীন, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, পৌর জামায়াতের সভাপতি জিএম আছাদুল হক আছাদ, অ্যাড. সাইফুল ইসলাম, সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে আব্দুল আজিজ, এম মোসলেম উদ্দিন আহম্মেদ, মিজানুর রহমান, প্রকাশ ঘোষ বিধান, এসএম শফিউল ইসলাম, আবুল হাসেম, জিয়া উদ্দিন নায়েবসহ প্রধান শিক্ষক আনিছুর রহমান, বাহারুল আলম, আনিছুর রহমান, উপজেলা ছাত্র শিবির সভাপতি তারিক মাহমুদ ও গাজী তানভীর আহমেদ প্রমুখ।

