বেনাপোল সংবাদদাতা
বেনাপোলে ২টি পস্তল, ৬ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগজিনসহ সাকিব হাসান (২১) নামে এক যুবক আটক হয়েছে।
রোববার সকাল ৬ টার দিকে নিজ বাড়ি থেকে তাকে অবৈধ ভারতীয় অস্ত্রসহ আটক করা হয়।
আটক সাকিব বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।
যশোর র্যাব -৬ এর আবুবক্কার সিদ্দিকিী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায় সব কিছুর প্রসেসেসিং চলছে আমরা পরে প্রেস ব্রিফিং এর মাধ্যেমে বিস্তারিত জানাব।
সরেজমিনে, আটক সাকিব হাসানের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে প্রতিবেশী আব্দুল্লাহ বলেন, সে একটি সিএন্ডএফ এজেন্টে চাকরি করে। গত শুক্রবার সে চুয়াডাঙ্গা থেকে আসার সময় এক্সিডেন্ট করে। সে অসুস্থ অবস্থায় বাড়িতে শুয়ে ছিল। এরপর আজ সকালে র্যাবের অনেক সদস্য এসে তার বাড়ি ঘিরে ফেলে বিছানার নিচে থেকে ২ টি পিস্তল ৬ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগজিন উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানা ওসি আশরাফ হোসেন বলেন, র্যাব সদস্যরা একজনকে ২ টি পিস্তল, ৪ টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি সহ আটক করে থানায় নিয়ে এসেছে।

