মণিরামপুর সংবাদদাতা
মণিরামপুর সরকারি কলেজ ছাত্রদল নেতা প্রয়াত শিমুল গাজীর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার মাছনায় আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।
মাছনা দুই নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা আব্দুল ওহাব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, সহসভাপতি একে আজাদ, প্রবাসী বিএনপি নেতা আলী হোসেন, ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, যুগ্ম সম্পাদক নাজমুল হক লিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হরিদাসকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নবিরুজ্জামান আজাদ, সহকারী অধ্যাপক নিছার উদ্দিন, খানপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শরিফুল ইসলাম, আব্দুস সাত্তার আজিজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজী প্রমুখ। পরে শিমুল গাজীর আত্মার মাগফিরাত কমানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, মাছনা দুই নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের ছেলে মণিরামপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য শিমুল গাজী ৮ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় নিহত হন।

