মাগুরা সংবাদদাতা
বাংলাদেশে বিপন্ন ও বিরল দেশীয় প্রজাতির বৈলাম গাছ সংরক্ষণে ৬৪ জেলায় প্রতীকী বৃক্ষরোপণ এবং পরিবেশ সচেতনতা ভ্রমণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পরিবেশকর্মী মাহবুবুর ইসলাম পলাশ। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল ১০ টায় মাগুরা সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে অনুষ্ঠিত হয় ৫৫তম জেলার বৃক্ষরোপণ কর্মসূচি।
উদ্যোক্তা পলাশ জানান, বৈলাম গাছ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ দেশীয় প্রজাতি হলেও অপরিকল্পিত উন্নয়ন ও অবহেলার কারণে এটি আজ বিলুপ্তির পথে। এ প্রজাতি সংরক্ষণ করা মানে শুধু একটি গাছকে টিকিয়ে রাখা নয়, বরং এর সঙ্গে সম্পর্কিত পাখি, কীট-পতঙ্গসহ নানা জীববৈচিত্র্যের আবাসস্থল রক্ষা করা।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজের প্রফেসর ডা. আলফাজ উদ্দিন, ছাত্র প্রতিনিধি শফিকুল ইসলাম শফিক, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তাঁর এ ব্যতিক্রমী উদ্যেগ ইতোমধ্যেই দেশের পরিবেশ আন্দোলনে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

