Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন যশোর
  • যশোর সনাকের উদ্যোগে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালন
  • কালিগঞ্জে ফুটবল প্রতীকের জনসভা অনুষ্ঠিত
  • জেসিএফ প্রতিষ্ঠাতা আরজুর মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
  • হিজড়া গোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • গণভোট সফল করতে যশোরে ইমাম সম্মেলন
  • স্ত্রী-সন্তান হারানো সেই ছাত্রলীগ নেতা জামিন পেয়েছেন
  • তালায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান হাবিবের
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জানুয়ারি ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ধানের শীষের গণসংযোগে অমিতের প্রতি আস্থা রাখার প্রত্যয় ইছালীবাসীর

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২৬, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
উন্নয়ন এবং পরিবর্তনের স্বার্থে আবারও ধানের শীষে আস্থা রাখতে চান যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নবাসী। বিগত দিনে তারা যতবারই ধানের শীষে আস্থা রেখেছেন ততবারই অভূতপূর্ব উন্নয়নের সুফল পেয়েছেন। এমন অভিমত ইউনিয়নের সর্বস্তরের মানুষের। তারা বলছেন, সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম যতবারই সুযোগ পেয়েছেন, ততবরাই এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা ঘাট, মসজিদ, মন্দিরে অভূতপূর্ব উন্নয়নের পাশাপাশি ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিয়েছিলেন। সেই উন্নয়নের ধারাবাহিকতায় উন্নয়নবাসী তরিকুল ইসলামের যোগ্য উত্তরসূরী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের ধানের শীষে আস্থা রাখতে চান তারা।

সোমবার দিনব্যাপি অনিন্দ্য ইসলাম অমিত ইছালি ইউনিয়নের পথে প্রান্তের সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পথে পথে ইউনিয়নের সর্বস্তরের মানুষ তাকে ফুল ছিটিয়ে বরণ।

ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন এলাকাবাসী। তারা বলেন, দীর্ঘ ১৭ বছর এই অঞ্চলটি উন্নয়ন বঞ্চিত। তরিকুল ইসলাম এলাকার রাস্তা ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ব্রিজ কালভার্টের উন্নয়ন করেছিলেন। কিন্তু দীর্ঘদিন যাবৎ সেগুলো সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কয়েতখালী গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম বলেন, এই গ্রামে কোন বিদ্যুতের আলো ছিল না। তরিকুল ইসলাম আমাদের ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দিয়েছিলেন। এলকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি এই গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

একই গ্রামের সনাতন ধর্মের বাসিন্দা দুলালী রানী বলেন, আমাদের মন্দির নির্মাণের সময় তরিকুল ইসলাম নির্মাণ সামগ্রী দিয়েছিলেন। এরপর আর কেউ আমাদের মন্দিরে সহযোগিতা করেনি। তিনি অনিন্দ্য ইসলাম অমিতের কাছে উন্নয়নের পাশাপাশি আগামী দিনে সামাজিক নিরাপত্তা দাবি করেন।
জোত রহিমপুরের বাসিন্দা আফজাল হোসেন বলেন, তরিকুল ইসলাম জোত রহিমপুর এবং ফুলবাড়িয়া গ্রামের মধ্যে সংযোগ সেতু নির্মাণ করেন। আমাদের প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করেন। গ্রামের চলাচলের রাস্তাটিরও তিনি উন্নয়ন করেছিলেন। তিনি গাঁওঘরা প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়ন করেন। বিভিন্ন গ্রামের মধ্যে সংযোগ রাস্তাও তার হাতে তৈরি। এরপর থেকে আমরা উন্নয়ন বঞ্চিত।

অনিন্দ্য ইসলাম অমিত ইউনিয়নবাসীর আস্থা পূরণে প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আপনারাই (এলাকাবাসী) আমার পিতাকে ভোট দিয়ে এলাকার উন্নয়নের সুযোগ করে দিয়েছিলেন। আপনারাই তাকে এমপি-মন্ত্রী-জননেতা বানিয়েছিলেন। উন্নয়নের মাধ্যমে আপনাদের সাথে আমার পিতার নিবিড় সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু দীর্ঘ ১৭ বছর আপনারা উন্নয়ন বঞ্চিত। কারণ বিগত দিনে আপনাদের ভোট ছাড়াই জনপ্রতিনিধি হয়েছিল। যাদের আপনাদের প্রতি কোন দায়বদ্ধতা ছিল না। সে কারণে তারা আপনাদের এলাকার কোন উন্নয়ন করেনি। আগামীতে আপনারা সুযোগ দিলে নতুন করে ইছালী ইউনিয়নের উন্নয়ন করবো। এই ইউনিয়নে পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করবো। বিগত দিনে এই অঞ্চলের মানুষ সন্ত্রাসীদের দৌরাত্ম দেখেছে। আগামী দিনে কোন সন্ত্রাসীর জায়গা ইছালী ইউনিয়নে হবে না।

তিনি বলেন, আমরা জনগণের প্রতি দায়বদ্ধ থেকে রাজনীতি করি। জনপ্রতিনিধি মানে নিজের ভাগ্য উন্নয়ন কিংবা ভোগ বিলাস নয়। মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করাই প্রকৃত জনপ্রতিনিধির কাজ। বিগত দিনে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা সরকারি দলের নেতাকর্মীরা ভোগ করেছে। আগামী দিনে কাউকে সে সুযোগ দেয়া হবে না। আমরা মানুষের জন্য রাজনীতি করি। সেই জায়গা থেকে বিগত দিনের মতো আগামী দিনেও আপনাদের সকল বিপদ আপদে সংকটে পাশে থাকবো ইনশাআল্লাহ।

হাশিমপুর বাজারে প্রয়াত নেতাকর্মীদের স্মরণের মধ্য দিয়ে অনিন্দ্য ইসলাম অমিত প্রচারণা শুরু করেন। এ সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনকালে তাদের দলীয় সন্ত্রাসীদের হাতে নিহত বিএনপি নেতা শহীদ খলিলুর রহমান, শহীদ কোহিনূর রহমান, পুলিশের তাড়া খেয়ে হৃদরোগে মৃত্যুবরণকারী সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতলেবসহ প্রয়াত সকল নেতাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাঁচবাড়িয়া মৌলভী বাড়ির হযরত মাওলানা চাঁদ শাহ (রহ:) কবর জিয়ারত করেন। দিনভর অনিন্দ্য ইসলাম অমিত মনোহরপুর বাজার, হুদার মোড়, রাজাপুর, নংগরপুর, গাওঘরা, কিসমত রাজাপুর, পাচবাড়িয়া, এনায়েতপুর, ইছালী, কামার গন্যা, রামকৃষ্ণপুর, কুতুবপুর, সুড়া গ্রামের দক্ষিণ পাড়ায় গণসংযোগ করেন এবং নির্বাচনী সভায় বক্তব্য রাখেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, ঢাবি ফোরাম যশোরের সভাপতি সাইফুল্লাহ খালিদ, সাধারণ সম্পাদক আশফাকুজ্জামান খান রনি, ইছালী ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মাহমুদুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান লিটন প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন যশোর

জানুয়ারি ২৬, ২০২৬

যশোর সনাকের উদ্যোগে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালন

জানুয়ারি ২৬, ২০২৬

কালিগঞ্জে ফুটবল প্রতীকের জনসভা অনুষ্ঠিত

জানুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.