কলারোয়া সংবাদদাতা
মঙ্গলবার বিকেলে কলারোয়ার দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে ধানের শীষ প্রতীকের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেয়াড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ও দু-বারের জনপ্রিয় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, কলারোয়া বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, তালার সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি।
এ সময় কলারোয়া উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা শেখ শরিফুজ্জামান তুহিন, চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম, বিএনপি নেতা আব্দুল কাদের বাচ্চু, সালাউদ্দিন পারভেজ, আব্দুস সালাম মধু, যুবদল নেতা এমএ হাকিম সবুজ, মৎস্যজীবী নেতা নুরুল আমিন, তাঁতীজীবী নেতা আহসান হাবীব খান উপজেলা ছাত্রদলের সাজু, রাব্বি, ইয়ান খানসহ বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সামনে উপস্থিত ছিলেন দল-মত ধর্ম বর্ণসহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার জনতা।

