মাগুরা সংবাদদাতা
মাগুরায় গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ইসলামি ফাউন্ডেশন মাগুরা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে জেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, আলেম-ওলামা ও বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গের ব্যাপক উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হাবিবুর রহমান, সিভিল সার্জন শামীম কবির, জেলা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি হাবিবুর রহমান, ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ মজিবুল্লাহ ফারহাদ।
গণভোটে হ্যাঁ এর পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধান অতিথি বলেন,
নির্ভয়ে আপনারা আপনাদের মিম্বার থেকে জুমার খুতবায় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালাবেন।
সম্মেলনে বক্তারা গণভোটের গুরুত্ব, নাগরিক দায়িত্ব, ধর্মীয় মূল্যবোধের আলোকে দেশ ও সমাজের কল্যাণে সচেতন ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

