নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনে যাচাই-বাছাই শেষে রোববার চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেরা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। মনোনয়ন জমা দেয়া ৯ জনের মধ্যে তিন স্বতন্ত্র প্রার্থীসহ জাকের পার্টির এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হাসান।
যাচাই বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান বারী, হুমায়ূন সুলতান সাদাব, আমজাদ হোসেন লাভলু ও জাকের পার্টির হাবিবুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়।
অন্যদিকে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, স্বতন্ত্র প্রার্থী জেলা কৃষকলীগের সহসভাপতি এসএম ইয়াকুব আলী, জাতীয় পার্টির এমএ হালিম, তৃণমূল বিএনপি আবু নসর মোহাম্মদ মোস্তফা ও ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।
এদিকে, মনোনয়পত্র বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জেলা কৃষক লীগ সহ-সভাপতি এসএম ইয়াকুব আলী বলেছেন, আমি দীর্ঘদিন ধরে মণিরামপুরবাসীর জন্য কাজ করে চলেছি। তাদেও সুখে দুঃখে পাশে আছি। নির্বাচিত হলে জনগণের সেবা করার যে অদম্য ইচ্ছা তা পূরণ করে নজির গড়তে চাই। আশা করছি আল্লাহর অশেষ রহমতে বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাআল্লাহ।
শিরোনাম:
- যশোরে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস : ‘গভীর ঘুমে’ স্বাস্থ্য বিভাগ
- জনগণের প্রত্যাশা পূরণে দরকার নির্বাচিত সরকার : নার্গিস বেগম
- জামায়াতের উদ্যোগে যশোরে এতিমদের মাঝে খাবার বিতরণ
- অস্ত্র মামলায় সন্ত্রাসী প্রান্তের ১৭ বছর কারাদণ্ড
- যশোরে এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ঝিকরগাছায় এসিড নিক্ষেপে শিশু ও নারীসহ আহত ৩
- এমএম কলেজের নতুন অধ্যক্ষ মিজানুর রহমান
- এইচএসসি পরীক্ষার্থীদের পাশে চৌগাছা ছাত্রদল