মণিরামপুর (যশোর) প্রতিনিধি
কবুতর চুরির ঘটনায় ঝাঁপা ফাঁড়িতে অভিযোগ করে বিপাকে পড়েছেন উপজেলার ঝাঁপা গ্রামের জামাত আলী। গত সোমবার দুপুরে অজ্ঞাত আসামি করে তিনি এ অভিযোগ করেন।
জামাত আলী জানান, রোববার রাতে ঝাঁপা গ্রামের ছয় বাড়ি থেকে প্রায় ৩৭ টি কবুতর চুরির ঘটনা ঘটে। এর মধ্যে জামাত আলীর ১৭ টি, ইসমাইল হোসেনের ৬ টি, জামাল উদ্দিনের ১০ টি, তাজউদ্দিন ২ টি এবং শামছুরের ২ টি কবুতর ছিল। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে সোমবার দুপুরে স্থানীয় ফাঁড়িতে অভিযোগ করেন তিনি। ওই দিন বিকালে পুলিশ হায়াতপুর গ্রামের কবুতর ব্যবসায়ী মাসুদের কাছ থেকে ১০ টি কবুতর উদ্ধার করে।
জামাত আলীর অভিযোগ, চুরির ঘটনায় ফাঁড়িতে অভিযোগ করায় জড়িতরা বিভিন্নভাবে তাকে হুমকি ধামকি দিচ্ছে। এ ব্যাপারে তিনি মণিরামপুর থানায় মামলা করবেন।
ঝাঁপা ফাঁড়ির ইনচার্জ সনজিৎ বলেন, কবুতর চুরির বিষয়ে জামাত আলী আমাদেরকে অবহিত করেন। পরে পুলিশ ১১টি কবুতর উদ্ধার করেছে। অন্যগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
শিরোনাম:
- গদখালীতে মহাসড়কের পাশে ফুল বেচাকেনায় নিষেধাজ্ঞা
- বটতলায় ঐতিহ্যের লোকজ মেলায় সম্প্রীতির মেলবন্ধন
- আমাদের রবীন্দ্র চর্চা বাড়াতে হবে : অর্দ্ধেন্দু প্রসাদ বন্দ্যোপাধ্যায়
- অচিরেই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে : নার্গিস বেগম
- কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমাতে ইউএনও’দের নির্দেশ
- যশোরে মোটর গ্যারেজ মালিককে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ
- ডুমুরিয়ায় ৪ দিনব্যাপি বিশেষ সেবা কার্যক্রম উদ্বোধন
- ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি কোর্স স্নাতক সমমানের দাবি