মণিরামপুর (যশোর) প্রতিনিধি
কবুতর চুরির ঘটনায় ঝাঁপা ফাঁড়িতে অভিযোগ করে বিপাকে পড়েছেন উপজেলার ঝাঁপা গ্রামের জামাত আলী। গত সোমবার দুপুরে অজ্ঞাত আসামি করে তিনি এ অভিযোগ করেন।
জামাত আলী জানান, রোববার রাতে ঝাঁপা গ্রামের ছয় বাড়ি থেকে প্রায় ৩৭ টি কবুতর চুরির ঘটনা ঘটে। এর মধ্যে জামাত আলীর ১৭ টি, ইসমাইল হোসেনের ৬ টি, জামাল উদ্দিনের ১০ টি, তাজউদ্দিন ২ টি এবং শামছুরের ২ টি কবুতর ছিল। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে সোমবার দুপুরে স্থানীয় ফাঁড়িতে অভিযোগ করেন তিনি। ওই দিন বিকালে পুলিশ হায়াতপুর গ্রামের কবুতর ব্যবসায়ী মাসুদের কাছ থেকে ১০ টি কবুতর উদ্ধার করে।
জামাত আলীর অভিযোগ, চুরির ঘটনায় ফাঁড়িতে অভিযোগ করায় জড়িতরা বিভিন্নভাবে তাকে হুমকি ধামকি দিচ্ছে। এ ব্যাপারে তিনি মণিরামপুর থানায় মামলা করবেন।
ঝাঁপা ফাঁড়ির ইনচার্জ সনজিৎ বলেন, কবুতর চুরির বিষয়ে জামাত আলী আমাদেরকে অবহিত করেন। পরে পুলিশ ১১টি কবুতর উদ্ধার করেছে। অন্যগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
শিরোনাম:
- নিখোঁজের ৩ দিন পর কপোতাক্ষ নদে মিলল বৃদ্ধার মরদেহ
- কৃষ্ণনগরে আরাফাত কোকো স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন রতনপুর
- পাখির সাথে মানুষের ভালোবাসার গল্প !
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়
- ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’
- পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প কোচ সংকটে শিগগিরই চালু হচ্ছে না ট্রেন চলাচল
- শব্দ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী; যশোরে তিনদিনের নাট্য উৎসব হবে