নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালনে গতকাল সকালে যশোরের কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাইটস যশোর কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালির উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। র্যালিতে যশোর জেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী ছাড়াও মানবাধিকার সংগঠন রাইটস যশোর, অর্পন মানবাধিকার সংগঠন, নাজির শংকরপুর হাই স্কুলের শিক্ষার্থীরা ব্যানার ফেস্টুনসহ অংশগ্রহণ করে। র্যালিতে ট্রান্স জেন্ডারের প্রতিনিধিদের অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মতো।
র্যালি শুরুর আগে যশোর কালেক্টরেট চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বলেন, বিশে^ আজ নানা ভাবে মানবাধিকার ভুলুন্ডিত হচ্ছে। ১৯৪৮ সালে জাতীয় সংঘ কর্তৃক ১০ ডিসেম্বরকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে ঘোষনার পর পৃথিবীর বহু রাষ্ট্র এই ঘোষণায় স্বাক্ষর করলেও বিশ^ব্যাপি মানবাধিকার লংঘনের ঘটনায় ইতি টানা সম্ভব হয়নি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের প্রতিটি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে যেমন বিলিন করে দিচ্ছেন তেমনি মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের মানবাধিকার প্রতিষ্ঠায় সর্বদা সচেষ্ট থাকছেন। বিশ^ দরবারে আজ বাংলাদেশের মানবাধিকার প্রতিষ্ঠার চিত্র সন্তোষজনক। তার পরও নানা ক্ষেত্রে আমরা এই অর্জন ধরে রাখতে পারছি না। এই জন্য প্রতি বছর ১০ ডিসেম্বর বিশ^ মানবাধিকার দিবস উদযাপনের মাধ্যমে আমরা এই অধিকার প্রতিষ্ঠা কিভাবে করা সম্ভব সে বিষয়ে মানুষকে সচেতনা বাড়াতে এই দিবসের আয়োজন করা হয়। তাই এবারের দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে সবার জন্য স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যয়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে দেশের অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া। সংক্ষিপ্ত এই সমাবেশে মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বাবু বিনয় কৃষ্ণ মল্লিক বক্তৃতা করেন। এসময় প্রেস ক্লাব যশোরের সহ সভাপতি নূর ইসলাম, শংকরপুর হাই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, যশোর জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বাঁচতে শেখার প্রশাসনিক কর্মকর্তা প্রদীফ রায় প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক উপস্থিত সকলকে সাথে নিয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসের র্যালির উদ্বোধন ঘোষণা করেন।
এদিকে পরে মানবাধিকার সংগঠন রাইটস যশোর কার্যালয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন যশোর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাড. মুজিবুদ্দৌলাহ সরদার কনক, রাইটস যশোরের ডিরেক্টর প্রোগ্রাম প্রদীপ দত্ত ও প্রোগ্রাম কো অর্ডিনেটর বাদশা মিয়া প্রমুখ বক্তৃতা করেন।
শিরোনাম:
- চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলা জমেছে উৎসবের জনপদ কপোতাক্ষ পাড়ের হাজরাখানা গ্রাম
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক