মণিরামপুর প্রতিনিধি
ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পর্শ হয়ে শহিদুল ইসলাম (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
গতকাল সকালে উপজেলার কাটাখালি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শহিদুল ইসলাম কাটাখালি গ্রামের বাসিন্দা।
পরিবারিক সূত্রে জানা যায়, শহিদুল ইসলামের কাটাখালির ডুমুরবিলে ৬ বিঘার একটি মাছের ঘের আছে। ঘেরের চারপাশে লাউ গাছ লাগানো। ইঁদুর লাউ গাছ নষ্ট করছে- তাই বিদ্যুতের তার দিয়ে ইঁদুর মারার ফাঁদ পেতেছিল শহিদুল।
১০ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে তিনি মাছের ঘেরে যান। রাতে বাড়ি ফিরে না আসায় প্রতিবেশী রাতুল ও জাহিদ তাকে খুঁজতে বের হয়। সেখানে তালের ডোঙ্গার উপর বিদ্যুতের তার জড়ানো অবস্থায় শহিদুলকে মৃত দেখতে পান তারা।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন বলেন, বিদ্যুৎ সংযোগ দিয়ে কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে শহিদুল মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে খবর পেয়ে গতকাল সকালে শহিদুলের মরদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে গেছে।
মনিরামপুর থানা ওসি এ বি এম মেহেদি মাসুদ বলেন, শহিদুলের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষ মৃত্যুর কারণ জানা যাবে।
শিরোনাম:
- যশোরে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস : ‘গভীর ঘুমে’ স্বাস্থ্য বিভাগ
- জনগণের প্রত্যাশা পূরণে দরকার নির্বাচিত সরকার : নার্গিস বেগম
- জামায়াতের উদ্যোগে যশোরে এতিমদের মাঝে খাবার বিতরণ
- অস্ত্র মামলায় সন্ত্রাসী প্রান্তের ১৭ বছর কারাদণ্ড
- যশোরে এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ঝিকরগাছায় এসিড নিক্ষেপে শিশু ও নারীসহ আহত ৩
- এমএম কলেজের নতুন অধ্যক্ষ মিজানুর রহমান
- এইচএসসি পরীক্ষার্থীদের পাশে চৌগাছা ছাত্রদল