চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে রুমা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়ন পরিষদের ৯ নং (ইউপি) সদস্য ফারুক মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রুমা খাতুন একই ইউনিয়নের গবরগাড়া গ্রামের মাঝেরপাড়ার জয়নাল হকের স্ত্রী।
এর আগে সোমবার সকালে গ্যাসের চুলায় পানি গরম করার সময় মাথা ঘুরে পড়ে যান রুমা খাতুন। এ সময় চুলার ওপর শাড়ীর আঁচল পড়লে মুহূর্তেই সারা শরীর আগুন লেগে যায়। রুমা খাতুনের চিৎকারে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক রাজশাহী রেফার্ড করেন। পরদিন ভোরে তার মৃত্যু হয়।
ইউপি সদস্য ফারুক মিয়া বলেন, সকালে পানি গরম করার সময় রুমা খাতুনের খিঁচুনি (মৃগীরোগ) হলে মাথা ঘুরে পড়ে যান। এ সময় তার কাপড়ে আগুন ধরে সারা শরীর দগ্ধ হয়। সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাজশাহী মেডিকেলে পাঠান। সেখানেই গতকাল ভোরে তার মৃত্যু হয়। তিনি তিন সন্তানের জননী ছিলেন।
শিরোনাম:
- কেশবপুর মডার্ণ হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু
- ‘বিক্ষোভ আর কালো পতাকায়’ রূপসী বাংলা এক্সপ্রেস বরণ!
- ‘অজ্ঞাত আসামি’র মামলায় গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবি
- প্রথমবারের মত ঈদগাহ ময়দানে বক্তব্য রাখবেন জামায়াত প্রধান
- সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য দম্পতির বিরুদ্ধে দুর্নীতির মামলা
- যশোরে মধুমেলার নিলাম শুরুর আগে বিএনপির দু’গ্রুপের হাতাহাতি
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কম্বল বিতরণ
- দেয়াড়া স্বেচ্ছাসেবক দলের কম্বল বিতরণ