প্রতিনিধি
মাগুরায় আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় যোগ দিয়ে ভোট চাইলেন সাকিব আল হাসান। গতকাল জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়।
বেলা ১২টায় শহরের নোমানীয় ময়দান থেকে এ বিজয় শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে আবারও নোমানী ময়দানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু।
সাকিব আল হাসান তার বক্তব্যে আগামী ৭ জানুয়ারী নির্বাচনে উপস্থিত নেতাকর্মীদের নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, আসন্ন নির্বাচনে মাগুরা-২ আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই।
তিনি বিজয় র্যালিতে অংশগ্রহনের জন্য সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি এভাবে একত্রিত হয়ে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে সাবইকে ভোটকেন্দ্র গিয়ে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
শিরোনাম:
- গদখালীতে মহাসড়কের পাশে ফুল বেচাকেনায় নিষেধাজ্ঞা
- বটতলায় ঐতিহ্যের লোকজ মেলায় সম্প্রীতির মেলবন্ধন
- আমাদের রবীন্দ্র চর্চা বাড়াতে হবে : অর্দ্ধেন্দু প্রসাদ বন্দ্যোপাধ্যায়
- অচিরেই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে : নার্গিস বেগম
- কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমাতে ইউএনও’দের নির্দেশ
- যশোরে মোটর গ্যারেজ মালিককে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ
- ডুমুরিয়ায় ৪ দিনব্যাপি বিশেষ সেবা কার্যক্রম উদ্বোধন
- ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি কোর্স স্নাতক সমমানের দাবি