প্রতিনিধি
ঝিনাইদহ জেলার চারটি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের সাথে সাথে নির্বাচনি মাঠ গরম হয়ে উঠেছে। সোমবার দুপুর ২টার পর থেকে প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হয়ে গেছে। এদিকে ভোটের মাঠে যখন প্রার্থীদের প্রচার-প্রচারণা চলছে তখন হঠাৎ করে হরতালের পক্ষে ঝটিকা মিছিল বের করে তাক লাগিয়ে দেয় বিএনপি।
সোমবার দুপুর থেকেই নৌকা, লাঙ্গল, ঈগল ও ট্রাকসহ বিভিন্ন মার্কার প্রার্থীদের পক্ষে চলছে ভোট চাওয়ার প্রতিযোগিতা। সোমবার সন্ধ্যার পর ঝিনাইদহ-২ আসনে নৌকা মার্কার পক্ষে বড় ধরনের মোটরসাইকেল শোডাউন করা হয়েছে। এ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল শক্ত অবস্থানে রয়েছেন। এতে নৌকার প্রার্থী (বর্তমান ক্ষমতাসীন দলের এমপি) তাহজীব আলম সিদ্দিকী সমির সমর্থকরা ধীরে ধীরে মারমুখী হয়ে উঠছেন।
স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সহ-সভাপতি। তার ভাই কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল ঝিনাইদহ সদর পৌরসভার বর্তমান মেয়র। পৌরসভা নির্বাচনে নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন তিনি।
প্রধান এই দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর (নাসের শাহরিয়ার জাহেদী ও তাহজীব আলম) পক্ষে-বিপক্ষে গ্রামগঞ্জ-হাটবাজার গরম হয়ে উঠেছে। শাসক দলের নেতাকর্মীদের মাঝেও চাপা ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দলটির নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। আবার কেউ কেউ নীরব ভূমিকা পালন করতে শুরু করেছেন।
এদিকে ঝিনাইদহ-১ শৈলকূপা উপজেলাতে জমে উঠেছে ভোটের লড়াই। আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে লড়ছেন বর্তমান এমপি আব্দুল হাই। প্রবীণ এই রাজনীতিবিদের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে নেমেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল বিশ্বাস। সংঘাতপূর্ণ এ উপজেলায় এই দুই প্রার্থীর সর্মথকরা আগে থেকেই মুখোমুখি অবস্থানে রয়েছেন। পরাজয় ঠেকাতে মরিয়া হয়ে মাঠ চষে বেড়াচ্ছেন আব্দুল হাই।ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের বর্তমান এমপি মো. শফিকুল আজম খান চঞ্চল ও সাবেক এমপি মো. নবী নেওয়াজ। নৌকার প্রার্থী হয়েছেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা সালাহ উদ্দিন মিয়াজী। হাবুডুবু অবস্থায় রয়েছেন তিনি। তার পক্ষে যারা রয়েছেন তারা নানা ভাষায় ভোটারদের ওপর প্রভাব বিস্তার করতে চেষ্টা করে যাচ্ছেন। ত্রিমুখী লড়াই হবে এ আসনে।
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা) আসনে নৌকার প্রার্থী কিছুটা হলেও আতঙ্কিত। কারণ তার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক এমপি মরহুম আব্দুল মান্নানের ছোট ভাই আব্দুর রশিদ খোকন। বিনা চ্যালেঞ্জে বের হতে পারছেন না নৌকার প্রার্থী বর্তমান এমপি আনোয়রুল আজীম আনার।
এদিকে ভোটের মাঠে যখন প্রার্থীদের প্রচার-প্রচারণা চলছে তখন হঠাৎ করে বিএনপি জেলা শহরের শহিদ মশিউর রহমান সড়কে হরতালের পক্ষে ঝটিকা মিছিল বের করে তাক লাগিয়ে দেয়। সোমবার সন্ধ্যা ৬টার দিকে বড় বহরের একটি মিছিল বের করে বিএনপি। মাত্র কয়েক মিনিটের মধ্যে অন্ধকারে হারিয়ে যায় সরকারবিরোধীরা।
শিরোনাম:
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়
- ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’
- পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প কোচ সংকটে শিগগিরই চালু হচ্ছে না ট্রেন চলাচল
- শব্দ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী; যশোরে তিনদিনের নাট্য উৎসব হবে
- অভয়নগরে রবিউল হত্যা ওয়াহিদুলের রিমান্ড মঞ্জুর
- যশোর চেম্বার অব কমার্স সভাপতি মিজান খান ও সম্পাদক সোহান নির্বাচিত
- কেশবপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআন ধরানো অনুষ্ঠান ও পরিচিত সভা