মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে ফতাইপুর গ্রামে দ্রুতগতির বাস চাপায় শ্যালো ইঞ্জিন চালিত বুলবুল হোসেন (৪২) নামে এক পাখিভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে শিশুসহ ৫ জন।
গতকাল বেলা ১১ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার চেংগাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত বুলবুল হোসেন গাংনী উপজেলার দুর্লভপুর গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন এসবি পরিবহনের হেলপার কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিজনগর গ্রামের নাহিদ ইসলাম (২৫), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের আবু বক্কর (২০), গাংনী উপজেলা শহরের হাসপাতাল বাজার এলাকার তৈয়বুর রহমান (৮), মালশাদহ গ্রামের পল্লব হোসেন (৩০)।
স্থানীয়রা জানান, মেহেরপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এসবি পরিবহনের একটি বাস চেংগাড়া ফতাইপুর নামক স্থানে বিপরীতে দিক থেকে আসা খড়িবোঝাই একটি পাখিভ্যানকে মুখোমুখি ধাক্কা দিলে ভ্যানটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় ওই বাসটিও খাদে পড়ে যায়। এতে ভ্যানচালক বুলবুল হোসেনসহ ৫ জন আহত হন।
আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন ভ্যানচালক বুলবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।
বাসযাত্রী পল্লব হোসেন বলেন, ‘বাস চালানোর সময় বাসের চালক গল্প করছিলেন। একপর্যায়ে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেন।’
গাংনী থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম:
- নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে
- যশোরে জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন
- ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিতয় জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন চায় জামায়াত -অধ্যাপক গোলাম রসুল
- যশোরে ‘চব্বিশের গণআন্দোলন ও আজকের মূল্যায়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- বজ্রপাতে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু
- বর্ষায় প্রকৃতির অনন্য রূপ যেন এক ছন্দবদ্ধ কবিতা
- যশোরে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস : ‘গভীর ঘুমে’ স্বাস্থ্য বিভাগ
- জনগণের প্রত্যাশা পূরণে দরকার নির্বাচিত সরকার : নার্গিস বেগম