কালীগঞ্জ প্রতিনিধি
তিন হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে আগামী ২২ ডিসেম্বর ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের ৫৭তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন হতে যাচ্ছে। চলতি ২০২৩-২৪ মাড়াই মৌসুমে ৪০ কার্য দিবসে ৫০ হাজার ৫০০ মেট্রিক টন আখ মাড়াই করে তিন হাজার মেট্রিক টন চিনি উৎপাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার মিল কেরিয়ারের ডোঙ্গায় আখ ফেলে এ মাড়াই মৌসুমের উদ্বোধন করবেন, বিএসএফআইসি’র প্রধান প্রকৌশলী শহীদুল করীম।
মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ সাইফুল ইসলাম জানান, শুক্রবার মিলটির মাড়াই মৌসুমের উদ্বোধন হবে। ইতোমধ্যে দাওয়াতপত্র বিতরণ হয়ে গেছে। এ বছর ৪০ দিন মিলটি চালু রেখে তিন হাজার মেট্রিক টন চিনি উৎপাদন করা হবে। এছাড়া চলতি বছর চাষীরা আখের মণ প্রতি মূল্য পাবেন ২২০ টাকা। আগামী ২০২৪-২৫ মৌসুমে আরো ২০ টাকা বাড়িয়ে ২৪০ টাকা করা হয়েছে। চাষিদের কথা বিবেচনা করে দিন দিন আখের মূল্য বৃদ্ধি করা হচ্ছে
শিরোনাম:
- যশোর পাউবোর রেস্টহাউজে নারী নিয়ে ধরা এক ওসি : মোটা টাকায় রফা !
- ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের প্রত্যয় সোহাগের
- নির্বাচনকে পিছিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- আগামী সংসদ নির্বাচনে ইসলামী জোটকে বিজয়ী করুন : অধ্যাপক গোলাম রসুল
- সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলী আসগার লবীর মতবিনিময়
- কলারোয়া পৌর ছাত্রদলের আহবায়কসহ ৪ জনের বিরুদ্ধে ছিনতাই মামলা
- অভয়নগরে যুবকের মরদেহ উদ্ধার
- যশোরে বলাৎকারে অভিযুক্ত রনি আটক