শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের মুক্তিযোদ্ধা সড়কে এলজিইডির অপরিকল্পিত ড্রেনেজ নির্মাণ কাজ করাকালে পাশর্^বর্তী সীমানা প্রাচীর বেঙে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।
গতকাল সকাল ৮ টার দিকে ঠিকাদার আবুল বাশারের শ্রমিক মুক্তিযোদ্ধা সড়কে এলজিইডির অপরিকল্পিত ড্রেনেজ নির্মাণ করার সময় অসাবধানতাবসত ড্রেনের পাশর্^বর্তী সাব্বির হোসেনের সীমানার প্রাচীর ভেঙে শ্রমিকদের উপর পড়লে মোমিন ও মোশাররফ নামে দুই জন গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়ার পর চিকিৎসাধিন অবস্থায় মোমিন (৬০) নামে একজনের মৃত্যু হয়। মৃত মোমিন উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামের বাসিন্দা। অপর আহত মোশাররফ হোসেন সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধিন আছেন। এ ঘটনায় নিহতের বাড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শিরোনাম:
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব
- শার্শায় বিদ্যুৎস্পষ্টে শিক্ষার্থীর মৃত্যু
- শার্শা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আটক ৪
- সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর ২ সহযোগী আটক : উদ্ধার জিম্মি ৯ জেলে
- ডাকসুর মতোই সুষ্ঠু হবে জাতীয় নির্বাচন : শফিকুল আলম
- পূজোয় বড় চমক নিয়ে আসছেন মনামী