বেনাপোল (যশোর) প্রতিনিধি
ভারতে চিকিৎসা শেষে ফেরার পথে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে হোসেন শেখ (৬৩) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে সড়কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। নিহত হোসেন শেখ খুলনার দৌলতপুর থানার পারমাণিকপাড়া গ্রামের বাসিন্দা।
ইমিগ্রেশন সূত্র জানায়, কিছুদিন আগে হোসেন শেখ চিকিৎসার জন্য শ্যালিকাকে নিয়ে ভারতে যান। চিকিৎসা শেষে গতকাল সকালে দেশে ফেরার জন্য ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে পাসপোর্টের সিল মারার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
ভারত ফেরত রহিমা বেগম নামের এক যাত্রী জানান, পেট্রাপোল ইমিগ্রেশনে লাইনে দাঁড়িয়ে ছিলাম। ১৫-২০ জনের পেছনে দাঁড়িয়ে ছিলেন ওই ব্যক্তি। এক সময় মানুষের গাদাগাদির মধ্যে তিনি পড়ে যান। পরে শুনেছি তার মৃত্যু হয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস বলেন, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন এলাকায় এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীর মৃত্যুর খবর পেট্রাপোল ইমিগ্রেশন থেকে জানানো হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য বনগাঁ হাসপাতালে পাঠানা হয়েছে। ময়না তদন্ত শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ আশ্বস্ত করেছেন।
শিরোনাম:
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়
- ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’
- পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প কোচ সংকটে শিগগিরই চালু হচ্ছে না ট্রেন চলাচল
- শব্দ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী; যশোরে তিনদিনের নাট্য উৎসব হবে
- অভয়নগরে রবিউল হত্যা ওয়াহিদুলের রিমান্ড মঞ্জুর
- যশোর চেম্বার অব কমার্স সভাপতি মিজান খান ও সম্পাদক সোহান নির্বাচিত
- কেশবপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআন ধরানো অনুষ্ঠান ও পরিচিত সভা