বিবি প্রতিবেদক
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-০৫ (মণিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী বলেছেন, ‘চারদিকে ঈগল প্রতীকের গণজোয়ার উঠেছে। আগামী ৭ জানুয়ারি নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ঈগল প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানাচ্ছি। জোর-জবরদস্তি কিংবা সন্ত্রাস করে ভোট কেটে নেবে বলে যারা প্রচার করছে, তাদের গুজবে কান দেবেন না। ভোট সুষ্ঠু হবে। আমরা সহিংসতা চাই না। জনগণ যাকে যোগ্য মনে করবে তাকেই নির্বাচিত করবে’।
গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ঢাকুরিয়া ও পাতন এলাকায় ঈগল প্রতীকের গণসংযোগ এবং পথসভায় তিনি এসব কথা বলেন।
গণসংযোগে অংশ নেন উপজেলা আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন, সাবেক ছাত্রনেতা সন্দীপ ঘোষ, যুবলীগ নেতা মনিরুজ্জামান মিল্টন, ঢাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এরশাদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক সুকৃতি মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মধু মন্ডল, কিশোর, তজিম হোসেন, ওয়ার্ড যুবলীগের সভাপতি আসাদুজ্জামান, যুবলীগ নেতা আশিকুর রহমান, মনির হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।
শিরোনাম:
- কেশবপুর মডার্ণ হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু
- ‘বিক্ষোভ আর কালো পতাকায়’ রূপসী বাংলা এক্সপ্রেস বরণ!
- ‘অজ্ঞাত আসামি’র মামলায় গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবি
- প্রথমবারের মত ঈদগাহ ময়দানে বক্তব্য রাখবেন জামায়াত প্রধান
- সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য দম্পতির বিরুদ্ধে দুর্নীতির মামলা
- যশোরে মধুমেলার নিলাম শুরুর আগে বিএনপির দু’গ্রুপের হাতাহাতি
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কম্বল বিতরণ
- দেয়াড়া স্বেচ্ছাসেবক দলের কম্বল বিতরণ