Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তরিকুল ইসলাম স্মৃতি ফুটবলে আজ দু’টি কোয়ার্টার
  • বন্দর ও টার্মিনাল লিজ দেয়ার প্রতিবাদে যশোরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ
  • ২ নম্বর ওয়ার্ড মহিলাদলের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যশোর শাখার সম্মেলন ১২ ডিসেম্বর
  • যশোরে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
  • যশোর-২ আসন : ধানের শীষ প্রার্থীর বিরুদ্ধাচরণ দমনে চার নেতাকে শোকজ
  • কায়বায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির লিফলেট বিতরণ ও উঠান বৈঠক
  • মনিরামপুরে মোটরসাইকেলের বিশাল শোডাউন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, নভেম্বর ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দ্বাদশ জাতীয় সসদ নির্বাচন : যশোরে নির্বাচনী বিধি ভঙ্গের দায়ে জরিমানা ৪৫ জনকে

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৫, ২০২৩No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে যশোরে নৌকার প্রার্থীর সমর্থকদের আচরণবিধি লংঘনের হিড়িক পড়েছে। স্বতন্ত্র প্রার্থীদের ওপর হামলা, নৌকা-স্বতন্ত্র সমর্থকদের মধ্যে সংঘর্ষে, যানজট সৃষ্টি করে শোডাউন ও ব্যানার ব্যবহারে নিয়ম না মানায় গত এক সপ্তাহে ৩৪টি অভিযানে অন্তত ৪৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে আচরণবিধি মেনে চলার জন্য সতর্কও করা হয়েছে। জেলার ৬টি আসনেই আওয়ামী লীগের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা এসব আচারণবিধি লংঘনের দায়ে জরিমানা গুণেছেন। তবে নির্বাচনে অংশ নেয়া অন্য রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের বিরুদ্ধে এখনো আচরণবিধি লংঘনের অভিযোগ ওঠেনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অপরাধে ইতিমধ্যে এক লাখ সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত ১৮ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ৩৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়। যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। জেলার ৬টি আসনে ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই আদালত পরিচালনা করা হয়। অভিযানগুলোর মধ্যে যশোর-১ (শার্শা) আসনে ৬টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৮ হাজার ৫০০ টাকা, যশোর-২, (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ৬টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৬ হাজার ৫০০ টাকা, যশোর-৩ (যশোর সদর, বসুন্দিয়া ব্যতিত) আসনে ২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ হাজার টাকা, যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর এবং বসুন্দিয়া ইউনিয়ন) আসনে ১১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২৯ হাজার টাকা, যশোর-৫ (মণিরামপুর) আসনে ৭টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৩১ হাজার টাকা এবং যশোর-৬ (কেশবপুর) আসনে ২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অভিযোগে সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামে নৌকার প্রতীকের কর্মী আলী হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সদরের সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান জানান, ওই গ্রামে নির্বাচনী কার্যালয়ে সাজসজ্জার অভিযোগে নৌকা প্রতিকের সমর্থককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে উপস্থিত সবাইকে আচরণবিধি মেনে চলতে নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে ২১ ডিসেম্বর বৃহস্পতিবার যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নৌকার প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিনের এক কর্মীকে আচরণবিধি লংঘনের অভিযোগে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে যশোর-৫ (মণিরামপুর) আসনের মণিরামপুর-চুকনগর সড়কে যানজট সৃষ্টি ও মোটরসাইকেলে নির্বাচনী শোডাউন করায় নৌকার প্রার্থী স্বপন ভট্টাচার্যের প্রধান কর্মী মণিরামপুর উপজেলা আ.লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মাহামুদুল হাসানকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
একই দিন যশোরের কেশবপুরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে মোটরসাইকেল শোডাউন করায় যশোর-৬ (কেশবপুর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদারের দুই কর্মীকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। কেশবপুর পৌর শহরের হাসপাতাল মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দুজনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। হাসপাতাল মোড়ে নৌকা প্রতীকের কর্মী উপজেলার মধ্যকুল গ্রামের রনি খান (২৮) ও একই গ্রামের মুন্না আজিজকে (২৩) জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ লঙ্ঘন হওয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।
একই দিনে যশোর-১ (শার্শা) আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন ও তার সমর্থকদের উপর হামলা চালায় বন্দরের শ্রমিকরা। এ হামলায় জড়িত তিনজনকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, ‘অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত কয়েকটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতিমধ্যে আচরণবিধি লঙ্ঘন করার দায়ে ৩৩টি অভিযান পরিচালনা করে জরিমানা ও কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
তিনি বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। প্রতিটি উপজেলায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। যে অপরাধ করবে তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না।’
উল্লেখ্য, যশোরের ৬টি সংসদীয় আসনে ৩২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বি করছেন। এর মধ্যে আওয়ামী লীগের ৬জন ও জাতীয় পার্টির ৬জন, আওয়ামী লীগের স্বতন্ত্র ৮জন প্রার্থী রয়েছেন। বাকিরা অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তরিকুল ইসলাম স্মৃতি ফুটবলে আজ দু’টি কোয়ার্টার

নভেম্বর ২৪, ২০২৫

বন্দর ও টার্মিনাল লিজ দেয়ার প্রতিবাদে যশোরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

নভেম্বর ২৪, ২০২৫

২ নম্বর ওয়ার্ড মহিলাদলের পরিচিতি সভা অনুষ্ঠিত

নভেম্বর ২৩, ২০২৫
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.