বিবি প্রতিবেদক
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরে ৬টি আসনেই জাতীয় পার্টির প্রার্থীরা অংশ নিচ্ছেন। দলীয় লাঙ্গল প্রতীকের প্রার্থীরা ভোটের মাঠে থাকলেও শুধুমাত্র মাইকিং ছাড়া অন্য কোন প্রচারণা নেই।
যশোর জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, যশোরের ৬ আসনে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিরা হলেন যশোর-১ (শার্শা) আসনে আক্তারুজ্জামান, যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে জাতীয় পার্টির ফিরোজ শাহ, যশোর-৩ (সদর) আসনে অ্যাড মাহবুব আলম বাচ্চু, যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনে জহুরুল হক, যশোর-৫ (মণিরামপুর) আসনে এমএ হালিম ও যশোর-৬ (কেশবপুর) আসনে জিএম হাসান।
যশোর সদর উপজেলার উপশহরা ইউনিয়নের সি ব্লকের জাপা কর্মী কাজী মুকুল বলেন, আমরা এখনো সেভাবে জনসসংযোগ শুরু করতে পারিনি। তবে খুব দ্রুতই আমাদের প্রার্থী বাচ্চু ভাই এ এলাকায় আসবেন এবং বাড়িতে বাড়িতে গণসংযোগ শুরু করবো।
অপরদিকে, জেলা জাতীয় পার্টির একজন যুগ্ম আহবায়ক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা আওয়ামী লীগের সাথে যে আসন সমঝোতা তা নিয়ে মোটেও সন্তুনষ্ট নয়। আমরা আশা করেছিলাম যশোর অঞ্চলে অন্তত একটি আসন তারা নিশ্চিতভাবে আমাদেরকে ছেড়ে দেবে। বিশেষ করে যশোর-৪ আসনের বর্তমান এমপির বিরুদ্ধে জাতীয় পার্টির অবস্থান ছিল সবসময় সরব।
জেলা জাতীয় পার্টির অপর এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আসন ভাগাভাগি নিয়েই মূলত নেতাকর্মীদের মাঝে ক্ষোভ রয়েছে। আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ২৬টি আসন দেয়ার বিষয়টি প্রকাশ করায় জটিলতা তৈরি হয়েছে। ওই আসনগুলোর বাইরে আমরা যাতে ভোট না পাই সেই ধরনের একটা কাজ হয়ে গেছে।
যশোর-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী এমএ হালিম বলেন, প্রচার-প্রচারণা সাধ্যমতো করছি। তবে শেষ পর্যন্ত ভোটের কি পরিবেশ হয় তা দেখে সিদ্ধান্ত নেব ভোটের মাঠে থাকব কি থাকব না।
যশোর-৩ (সদর) আসনের প্রার্থী অ্যাড মাহবুব আলম বাচ্চু বলেন, আমি ভোটের মাঠে আছি। মাইক ও পোস্টার প্রচারণা কম করছি। আমরা ভোট করছি নৌকা আর আওয়ামী লীগের বিরুদ্ধে।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা এবং যশোর-৪ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী জহুরুল হক বলেন, এই আসনে আওয়ামী লীগের প্রার্থী এখনও অনিশ্চয়তায় ঝুলে রয়েছে। এছাড়া বর্তমান এমপির বিরুদ্ধে আমরা সবসময়ই সোচ্চার ছিলাম। এছাড়া এখানে গতবার নির্বাচনন করায় আমার একটি ব্যক্তি ভোটও আছে। সবমিলিয়ে এ আসনে আমরা জয়ী হবো। এছাড়া যশোর-৫ ও যমোর-৬ আসনেও আমাদের প্রার্থীর শক্ত অবস্থানে আছে। যেই পাস করুক লাঙ্গলের সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
শিরোনাম:
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব