বিবি প্রতিবেদক
যশোরে এসএইচ বিল্ডার্সের মালিক রফিকুল ইসলাম হীরকের বিরুদ্ধে ভবন নির্মাণের নামে প্রতারণা ও জবরদখলের অভিযোগ উঠেছে। জমির মালিককে পাওনা বুঝিয়ে না দিয়ে টালবাহানা, হুমকি ও হয়রাণির অভিযোগ তুলেছেন যশোর শহরের কারবালা এলাকার মৃত রেজাউল হাসানের স্ত্রী ফেন্সি হাসান। গত ৩ জানুয়ারি পুলিশ সুপার ও সহকারী কমিশনার (ভূমি) কাছে তিনি লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে ফেন্সি হাসান উল্লেখ করেছেন, তার স্বামী মৃত রেজাউল হাসান ও তার ছয় ভাই বোন ওয়ারেশসূত্রে যশোর মৌজার এসএ ২৩ ও আরএস ৪০৫দাগ নম্বরের ০৮ দশমিক ৬৮ শতক জমির মালিক। ২০১১ সালের ২৫ মে আম-মোক্তারনামার মাধ্যমে ওই জমিতে বহুতল ভবন নির্মাণের জন্য যশোরের এসএইচ বিল্ডার্সের মালিক রফিকুল ইসলাম হীরকের সঙ্গে চুক্তিবদ্ধ হন স্বামী রেজাউল হাসান ও তার ছয় ভাই বোন। চুক্তি অনুযায়ী আমার স্বামী রেজাউল হাসানকে দুটি ফ্ল্যাট (একটি চতুর্থতলায় ও অপরটি নবম তলায়) বুঝিয়ে দেয়ার কথা। কিন্তু আজ অবধি সেই ফ্ল্যাট বুঝিয়ে দেয়নি এসএইচ বিল্ডার্সের রফিকুল ইসলাম হীরক। তিনি দীর্ঘদিন আমাদের সঙ্গে কোন যোগাযোগও রাখেননি। চুক্তি অনুযায়ী ত্রিশ মাসের মধ্যে জমির প্রত্যেক মালিককে দুটি করে ফ্ল্যাট বুঝিয়ে দিবেন এসএইচ বিল্ডার্স। ফ্ল্যাট বুঝিয়ে দিতে না পারলে বাড়ি ভাড়া দিতে বাধ্য থাকবেন। কিন্তু গত ১২ বছরেও চুক্তি অনুযায়ী ফ্ল্যাট কিংবা বাড়ি ভাড়া দেননি। ২০২০ সালের ১৮ নভেম্বর আমার স্বামী রেজাউল হাসান মারা যান। আমি একজন গৃহিনী হওয়ায় স্বামী মারা যাওয়ার পর আয়ের উৎস বের করার জন্য ভবনের কাজ সম্পন্ন করার জন্য রফিকুল ইসলাম হীরককে তাগিদ দিই। তখন রফিকুল ইসলাম হীরক মৌখিকভাবে আমাকে বলেন, নিজ খরচে চতুর্থতলার ফ্ল্যাটের কাজ সম্পন্ন করে নিন, পরে খরচ সমন্বয় করবো।’ তার সঙ্গে আলোচনা সাপেক্ষে আমি প্রায় ১৬ লাখ টাকা খরচ করে চতুর্থতলার ফø্যাটের কাজ সম্পন্ন করেছি।’ এরমধ্যে রফিকুল ইসলাম হীরক দীর্ঘদিন যশোরের বাইরে ছিলেন। হঠাৎ প্রায় সাত মাস আগে যশোরে ফিরে এসে আমার সঙ্গে খরচ সমন্বয় না করেই জোরপূর্বক ভবনের নির্মাণ কাজ শুরু করেছে। আমার দেনা-পাওনা না বুঝিয়ে দিয়ে টালবাহানা করছে। তার প্রতারণার ফাঁদে পড়ে আমরা হয়রানির শিকার হচ্ছি। শুধু আমার পরিবার নয়, আমার ভাসুর প্রয়াত রবিউল হাসানের পরিবারকেও ন্যায্য পাওনা না বুঝিয়ে দিয়ে হয়রানি করছেন রফিকুল ইসলাম হীরক। প্রতারণা, হয়রানি ও জবরদখল বন্ধে যশোর পৌরসভার কাউন্সিলর রাজিবুল ইসলামের উপস্থিতিতে সামাজিকভাবে একাধিকবার শালিস বৈঠক হলেও তোয়াক্কা করেনি রফিকুল ইসলাম হীরক। তিনি নানাভাবে আমাদেরকে হুমকি-ধামকি দিচ্ছে। আমি ও আমার সন্তান জীবনের নিরাপত্তা নিয়েও শঙ্কিত আছি। এমতাবস্থায় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে জানতে এসএইচ বিল্ডার্সের মালিক রফিকুল ইসলাম হীরকের ব্যক্তিগত মোবাইল নাম্বারে (০১৭১২৫৭৬৪৬৯) যোগাযোগ করলে বন্ধ পাওয়া যায়। এজন্য বক্তব্য পাওয়া যায়নি।
শিরোনাম:
- যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
- যশোরে বেড়েছে খুন-ধর্ষণ, আইনশৃংখলা উদ্বেগজনক
- যশোরে দ্বন্দ্ব সংবেদনশীলতা ও রূপান্তর বিষয়ক কর্মশালা শুরু
- জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নড়াইলকে দুই গোল যশোরের
- এবার যশোরে ৭০৫টি শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি
- সুন্দরবনের সাগরে নিখোঁজ মাহিদের মরদেহ উদ্ধার
- শ্যামনগর ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন
- মানসিক সুস্থতা এবং আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম