Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মণিরামপুরে প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তিতে সেমিনার
  • যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ
  • যশোরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত
  • ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
  • শরণখোলা হানাদার মুক্ত দিবস আজ
  • ১৬ বছরের নির্বাচনী মেমোরি ডিলিট করুন : জেলা প্রশাসক
  • মাগুরায় মনোনয়ন ফরম সংগ্রহ, পাল্টাপাল্টি অভিযোগে রাজনৈতিক উত্তাপ
  • শ্যামনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিনাইদহে ভোটের পরদিনই নৌকার ৪০ সমর্থকের বাড়িতে হামলা

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ৮, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিনাইদহ প্রতিনিধি
গ্রামের অনেকে তখনো ঘুমিয়ে। কেউ কেউ কাজে বেরিয়েছেন, আবার কেউ ভোট নিয়ে গল্পে মেতে আছেন। এমন সময় হঠাৎ লাঠিসোঁটা আর দেশীয় অস্ত্র নিয়ে বাড়িঘরে হামলা শুরু হয়। প্রায় দুই শ মানুষ প্রথমে শুড়াপাড়া, পরে হিরাডাঙ্গা ও সবশেষে বাসুদেবপুর গ্রামের অন্তত ৪০টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে, অভিযোগ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের।
গতকাল সকাল ৮টার পর থেকে এ হামলার ঘটনা ঘটে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নে। ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকুণ্ডু উপজেলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর পক্ষে কাজ করায় এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ ভুক্তভোগী ব্যক্তিদের।
প্রসঙ্গত, ঝিনাইদহ-২ আসনে নির্বাচনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী জয়ী হয়েছেন। পরাজিত হয়েছেন দুইবারের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী।
হামলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সদর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও বর্তমান জেলা যুবলীগের সদস্য শাহ মো. ইব্রাহিম খলিলের বাড়ি। ইব্রাহিম ও তার চাচা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বিশারত শাহের বাড়িতে হামলা চালিয়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি করা হয়েছে। ৩ গ্রামে বাড়িঘরে হামলায় আরও প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি। হামলাকারীরা ঘরের মধ্যে ঢুকে মূল্যবান আসবাব ভেঙে তছনছ করাসহ টিনের ঘরগুলো ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কেটে দিয়েছে। খাটসহ অনেক আসবাব ভাঙা হয়েছে। হামলার সময় বাড়ির মালামাল রক্ষা করতে গিয়ে নারীসহ অন্তত চারজন কমবেশি আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, পোড়াহাটি ইউনিয়নে নির্বাচনের শুরু থেকেই উত্তেজনা দেখা দেয়। নৌকার প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে ভোটের আগে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মারপিট ও গাড়ি ভাঙচুরের অভিযোগ ছিল। এ নিয়ে যুবলীগ নেতা ইব্রাহিম খলিলসহ বেশ কিছু কর্মীর বিরুদ্ধে থানায় মামলাও হয়েছে। এর জের ধরেই হামলা হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
জয়ের পর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা এই তাণ্ডব চালিয়েছেন অভিযোগ করে যুবলীগ নেতা ইব্রাহিম খলিল বলেন, সকাল ৮টার দিকে হামলাকারীরা প্রথমে পোড়াহাটি ইউনিয়নের শুড়াপাড়া গ্রামে হামলা করে। তারা ওই গ্রামের আবদুল গনি মাস্টার, জয়নাল বিশ্বাস, নুর মোহাম্মদ, সব্দুল আলী, ইব্রাহিম হোসেন, বাবুর আলীসহ ১৫ জনের বাড়িঘরে হামলা করে। এরপর তারা পাশের হিরাডাঙ্গা গ্রামে হামলা চালায়। সেখানে যুবলীগ নেতা রাজাসহ তার পরিবারের আরও বেশ কয়েকজনের বাড়িঘর ভাঙচুর করা হয়। হিরাডাঙ্গার মতিয়ার রহমান শাহ, ফিরোজ আহম্মেদ শাহ, বিশারত আলী শাহসহ ১৫ জনের বাড়ি ভাঙচুর করা হয়। সবশেষে হামলাকারীরা বাসুদেবপুর গ্রামের শের আলী, শরিফুল ইসলাম, সাইফুল ইসলামসহ ১০ জনের বাড়ি ভাঙচুর করে।
অবশ্য নির্বাচনে বিজয়ী হওয়ার পর স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী রোববার রাতে ফেসবুকে পোস্ট করা ভিডিও বার্তায় নির্বাচনী সহিংসতা পরিহারের ডাক দেন। ঝিনাইদহকে একটি বাসযোগ্য জেলায় পরিণত করতে সবাই মিলে কাজ করার আহ্বান জানান তিনি। ফেসবুক পোস্টে তিনি প্রত্যাশা করেছিলেন, গতকাল সকাল থেকেই উভয় প্রার্থীর কর্মীরা একসঙ্গে বসে মিষ্টি খাবেন, চা খাবেন। তবে এরপরও হামলার ঘটনা ঘটল।
এ বিষয়ে নাসের শাহরিয়ারের মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। যুবলীগ নেতা ইব্রাহিম খলিলের সঙ্গে নির্বাচনকেন্দ্রিক দ্বন্দ্ব চলছিল পোড়াহাটি ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম ওরফে হিরণের সঙ্গে। এ বিষয়ে শহিদুল মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটিও বন্ধ পাওয়া যায়।
শুড়াপাড়া গ্রামে হামলায় ক্ষতিগ্রস্ত আবদুল গনি বলেন, তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই হামলা চালানো হয়েছে। হামলাকারীরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল, সেইভাবে লোকজন জড়ো করেছে। তারা লাঠিসোঁটা আর ধারালো অস্ত্র নিয়ে এই হামলা চালায়। নিজেদের ঘরের মালামাল রক্ষা করতে গিয়ে এই হামলার সময় কমবেশি চারজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
যুবলীগ নেতা ইব্রাহিম খলিল দাবি করেন, বর্তমানে তাদের ইউনিয়নের প্রায় ৩০০ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ বিষয়ে তারা সবার সঙ্গে আলোচনা করে মামলা করবেন বলে জানান।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন উদ্দিন বলেন, গ্রামগুলোর কিছু বাড়িঘর ভাঙচুরের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় পুলিশি টহল রয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষ থেকে অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বেলা তিনটা পর্যন্ত কেউ কোনো অভিযোগ নিয়ে আসেননি বলে জানান ওসি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মণিরামপুরে প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তিতে সেমিনার

ডিসেম্বর ১৮, ২০২৫

যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

ডিসেম্বর ১৮, ২০২৫

যশোরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

ডিসেম্বর ১৮, ২০২৫

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.