বিবি প্রতিবেদক
যশোরে লিমা খাতুন (২৪) নামের এক নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ জানুয়ারি) শহরের ঘোপ নওয়াপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
লিমা খাতুন রাজশাহীর তানোর উপজেলার কলমা গ্রামের সাদিকুর রহমানের মেয়ে।
তিনি শহরের ল্যাবজোন হাসপাতালে কর্মরত ছিলেন।
লিমার রুমমেট ও সহকর্মী মৌসুমি খাতুন জানান, অন্যান্য দিনের মতো আজ সকালে আমি কর্মস্থলে যাই। দুপুর আড়াইটার দিকে শুনি পুলিশ ওর রাশ উদ্ধার করেছে।
মৌসুমি খাতুন আরো জানান, গত একমাস ধরে সে কাজে যোগ দিচ্ছিলো না। এসময় সে ঘরেই থাকতো বেশি। শুনেছি তার বিয়ে হয়েছে কিন্তু বনিবনা হচ্ছিল না। এ নিয়ে সে মানসিক আবসাদে ভুগছিলো।
লিমার পিতা সাদিকুর রহমান জানান, গত দুইদিন ধরে লিমা ফোন ধরছিলো না। এতে আমাদের সন্দেহ হয়। তাই খোঁজ নিতে আজ যশোরে এসেছি। দরজা বন্ধ দেখে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেই। তারা এসে লাশ উদ্ধার করে। মেয়ের বিয়ের ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন।
যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত লাশটি পাওয়া গেছে। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শিরোনাম:
- যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
- যশোরে বেড়েছে খুন-ধর্ষণ, আইনশৃংখলা উদ্বেগজনক
- যশোরে দ্বন্দ্ব সংবেদনশীলতা ও রূপান্তর বিষয়ক কর্মশালা শুরু
- জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নড়াইলকে দুই গোল যশোরের
- এবার যশোরে ৭০৫টি শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি
- সুন্দরবনের সাগরে নিখোঁজ মাহিদের মরদেহ উদ্ধার
- শ্যামনগর ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন
- মানসিক সুস্থতা এবং আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম