সৈয়দ রুবেল, নড়াইল
নড়াইলে কনকনে বাতাস ও শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৈরি আবহাওয়ায় গত তিনদিন ধরে শীতের তীব্রতা বাড়ায় জনজীবন অচল হয়ে পড়েছে। দৈনন্দিন আয় রোজগার কমে যাওয়ায় খেটে খাওয়া মানুষগুলো মানবেতর জীবন যাপন করছেন নিম্ন আয়ের মানুষেরা। গত শুক্রবার থেকে শীতের তীব্রতা বেড়েছে এ জেলায়। দিন পেরিয়ে রাত এলেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফোঁটার মতো ঝরছে কুয়াশা। অসহায়, দুঃস্থ ও ছিন্নমূল মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
প্রচন্ড শীতে আর কুয়াশার মধ্যেই গায়ে শীতের কাপড় জড়িয়ে কাজের সন্ধানে ছুটছেন কর্মজীবী মানুষরা। তীব্র শীত উপেক্ষা করে যারা বের হচ্ছেন তারা স্বাভাবিক পরিবেশ না থাকায় কর্মবিুখ হয়ে বাড়ি ফিরছেন। শহরের রাস্তাগুলোতে লোকজন চলাচল কম থাকার কারণে রিকশা, অটোরিকশা, সিএনজি, ভ্যানচালকরা যাত্রী না পাওয়ায় আয় কমে গেছে তাদের। বাসের যাত্রীও অর্ধেকে নেমে এসেছে। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।
ঘন কুয়াশা আর ঠান্ডায় নষ্ট হচ্ছে ধানের বীজতলা। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। শীতের তীব্রতায় মানুষের পাশাপাশি গবাদিপশুরাও ঠান্ডায় কষ্ট পাচ্ছে।
নড়াইল শহরের রিকশা চালক এনায়েত মিয়া (৬৫) জানান, ‘তীব্র শীত আর কনকনে ঠান্ডার মধ্যে রিকশা চালাতে অনেক কষ্ট হয়। তবুও পেটের দায়ে বের হতে হয় বাড়ি থেকে।
স্কুলগামী শিক্ষার্থীদের একজন অভিভাবক শরীফ মনিরুজ্জামান বলেন এই তীব্র শীত ও ঘণ কুয়াশার মাঝে ছেলে মেয়েদের নিয়ে সকাল সাতটায় স্কুলে যাতায়াতের কারনে বাচ্চারা ঠান্ডা জনিত সর্দি কাশি ও শ্বাসকষ্টের মত বিভিন্ন রোগে ভুগছে।
জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের কৃষক মনিরুল ইসলাম জানান, তারা ভোর থেকেই মাঠে কাজ করেন। কিন্তু তীব্র শীত আর কনকনে ঠান্ডা বাতাসের কারণে মাঠে কাজ করতে পারছেন না। বৈরি আবহাওয়ায় কৃষি কাজে প্রচন্ড সমস্যা হচ্ছে। লোহাগড়ার সিএন্ডবি চৌরাস্তা মোড় এলাকায় কথা হয় ব্যাটারিচালিত ইজিবাইক চালক তারা মিয়ার সাথে। তিনি বলেন, ‘ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে মানুষ ঘর থেকে বাইরে বের হচ্ছেন না। আগে দিনে ৫শ’ থেকে ৮শ’ টাকা আয় হত। গত তিন দিন ধরে সারা দিনেও ৩শ’ টাকার বেশি আয় হচ্ছে না। খুব কষ্টে দিন যাচ্ছে। একদিকে আয় কম, অন্যদিকে বাজারের সব জিনিসের দাম বেশি। ঘন কুয়াশা শুরু হলে হেডলাইট জ্বালিয়েও কিছুই দেখা যায় না।’
নড়াইল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান ব্যক্তি উদ্যোগে অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন।
নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী জানান, তীব্র শীতে অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের শীত নিবারণের জন্য প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।
শিরোনাম:
- খুলনাঞ্চলের মহাসড়কে পায়ে পায়ে ‘মৃত্যুফাঁদ’
- যশোরে অবৈধ ইটভাটা বন্ধে ধীরগতি
- খেজুর গুড় তৈরিতে ব্যস্ত যশোরের চাষিরা
- যশোর সম্মিলনী ইনস্টিটিউশন প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ৮ ফেব্রুয়ারি
- বাপা যশোর অঞ্চলের মিলন মেলা অনুষ্ঠিত
- পিকনিকের দাওয়াত খেতে গিয়ে মারধরের শিকার বিএনপি নেতার সংবাদ সম্মেলন
- চৌগাছায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা
- ঝিকরগাছার লাউজানী রেলক্রসিং ত নয় যেন মরণফাঁদ