অভয়নগর প্রতিনিধি
বাঘারপাড়াতে যশোর-৪ আসনের সংসদ সদস্য এমানুল হক বাবুলকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। পরে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের আয়োজনে শুক্রবার বাগড়ি স্কুল মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুল। বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, বিথিকা বিশ্বাস, বিশিষ্ট চিকিৎসক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার, জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল, অভয়নগর ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল, অভয়নগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শাহ খালিদ মামুন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিজিএম (অব.) ঘনশ্যাম মজুমদার। এসময় এনামুল হক বাবুল বলেন, আমি চাই এই মাঠে খেলা অব্যাহত থাকুক। আর খেলাধুলা ছাড়া মাদক দূর করা সম্ভব নয়। এ ব্যাপারে অভিভাবকদের সচেতন হওয়া উচিত।
শিরোনাম:
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব
- শার্শায় বিদ্যুৎস্পষ্টে শিক্ষার্থীর মৃত্যু
- শার্শা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আটক ৪
- সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর ২ সহযোগী আটক : উদ্ধার জিম্মি ৯ জেলে
- ডাকসুর মতোই সুষ্ঠু হবে জাতীয় নির্বাচন : শফিকুল আলম
- পূজোয় বড় চমক নিয়ে আসছেন মনামী