অভয়নগর প্রতিনিধি
বাঘারপাড়াতে যশোর-৪ আসনের সংসদ সদস্য এমানুল হক বাবুলকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। পরে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের আয়োজনে শুক্রবার বাগড়ি স্কুল মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুল। বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, বিথিকা বিশ্বাস, বিশিষ্ট চিকিৎসক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার, জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল, অভয়নগর ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল, অভয়নগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শাহ খালিদ মামুন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিজিএম (অব.) ঘনশ্যাম মজুমদার। এসময় এনামুল হক বাবুল বলেন, আমি চাই এই মাঠে খেলা অব্যাহত থাকুক। আর খেলাধুলা ছাড়া মাদক দূর করা সম্ভব নয়। এ ব্যাপারে অভিভাবকদের সচেতন হওয়া উচিত।
শিরোনাম:
- ঝিকরগাছায় বিদেশি পিস্তলসহ আটক ১
- মণিরামপুরে বাসের ধাক্কায় নিহত ২, বাসচালক আটক
- মাগুরায় জামায়াতে ইসলামীর দ্বায়িত্বশীল সমাবেশ ও জেলা কার্যালয় উদ্বোধন
- যশোর পাউবোর রেস্টহাউজে নারী নিয়ে ধরা এক ওসি : মোটা টাকায় রফা !
- ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের প্রত্যয় সোহাগের
- নির্বাচনকে পিছিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- আগামী সংসদ নির্বাচনে ইসলামী জোটকে বিজয়ী করুন : অধ্যাপক গোলাম রসুল
- সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলী আসগার লবীর মতবিনিময়