বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় একই স্থানে পৃথক দুটি দুর্ঘটনায় দুই চালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ও গতকাল সকালে উপজেলার বৈলতলী এলাকায় বাগেরহাট-মাওয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে অপর দুজন আহত হয়েছেন।
নিহত দুজন হলেন ট্রাকচালক সোয়ায়িব হোসেন ও ট্রলিচালক মোন্নাক ফকির (৩৫)। নিহত সোয়ায়িব হোসেনের বাড়ি সাতক্ষীরার রসুলপুর এলাকায় ও নিহত মোন্নাক ফকিরের বাড়ি সিরাজগঞ্জে।
ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহজাহান মিয়া বলেন, চট্টগ্রাম থেকে পিচ নিয়ে মোংলায় যাওয়ার পথে গতকাল সকাল ৮টার দিকে একটি ট্রাক বাগেরহাট-মাওয়া মহাসড়কের বৈলতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন। তার সহকারী জাহাঙ্গীর সরদারকে (৩০) আহত অবস্থায় উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে রাত ৩টার দিকে বৈলতলীর এলাকায় একটি ধানমাড়াইয়ের ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ট্রলিচালক নিহত হন। এতে ট্রলিতে থাকা মাহবুব হাসান (২২) নামের অপর একজন আহত হয়েছেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম বলেন, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
শিরোনাম:
- যশোর মটর পার্টস সমিতির নির্বাচনে ৫৫ জনের মনোনয়নপত্র জমা
- লোকসমাজের প্রকাশক সুমিতের শ্বশুরের ইন্তেকাল, দাফন সম্পন্ন
- বাংলার মিলন মেলার লোগো উন্মোচন ও নিবন্ধন কার্যক্রম উদ্বোধন বৃহস্পতিবার
- স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা বঞ্চিত যশোরবাসী
- বৈষম্যমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে কাজ করছে জাকের পার্টি : মহাসচিব
- চুকনগর বণিক সমিতির নির্বাচনে সাহিদুল সভাপতি বিল্লাল সম্পাদক
- কদমতলা বাজার কমিটির আইয়ুব সভাপতি, রফিকুল সম্পাদক
- সাতক্ষীরায় পাচারকালে দুই পিস স্বর্ণের বারসহ আটক ১