বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার পাচভুলোট এলাকায় ট্রাকের ধাক্কায় মিজানুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।আজ (সোমবার) বেলা ১১টায় পাচভুলোট গ্রামের আব্দুল হামিদের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান শার্শা উপজেলার পাচভুলোট গ্রামের বাসিন্দা।
পরিবার ও এলাকাবাসী জানায়, নিহত হাবিবুর রহমান বাড়ি করার জন্য সকালে ট্রাকে করে ইট নিয়ে ফিরছিলেন।
মিজান ছিলেন একটি ইজিবাইকে। ওই বাইকের পেছন পেছন আসছিল তার নিজের ইট বহনকারী ট্রাক। পথিমধ্যে ওই ইট বহনকারী ট্রাক মিজান বসা থাকা ইজিবাইকে ধাক্কা দেয়। এ সময় মিজান পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এ ব্যাপারে শার্শা থানার ওসি (তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান, এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পাঁচভুলোট গ্রামের ইউপি সদস্য তরিকুল ইসলাম জানান, মিজানুর সকালে বালুন্ডার শফিভাটা থেকে ইট কিনে আনার পথে বাড়ির কাছাকাছি পৌঁছালে অসাবধানতা বশত ইট বোঝাই ট্রাক্টরের পিছনে চাঁপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
গোগা ইউনিয়ন চেয়ারম্যান তবিবুর রহমান জানান, মিজানুরের মৃত্যুর খবরটি শার্শা থানায় অবহিত করা হয়েছে।
শার্শা থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল ঘটনার সত্যতা জানিয়ে বললেন, মৃত্যুর পরিবারের পক্ষে কোন বাদী না পাওয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছি। এ বিষয়ে কোন মামলা হয়নি তিনি জানান।
শিরোনাম:
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব