ঝিকরগাছা প্রতিনিধি
গতকাল সকালে যশোরের ঝিকরগাছায় দুই দিনব্যাপি ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, অষ্টম বিজ্ঞান অলিম্পিয়াড ও অষ্টম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। যশোরের ঝিকরগাছা উপজেলার মুক্তমঞ্চে মেলার আয়োজন করা হয়। উপজেলার ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠান প্রকল্প উপস্থাপন এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম কামরুজ্জামান জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল ও উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা। অনুষ্ঠানের সার্বিক উপস্থাপনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কামরুজ্জামান। বিজ্ঞান মেলায় বিভিন্ন ধরনের প্রকল্প উপস্থাপন করে সরকারি এমএল হাইস্কুল, বিএম হাই স্কুল, পাইলট বালিকা বিদ্যালয়, সম্মিলনী বালিকা বিদ্যালয়, পারবাজার হাই স্কুল, রঘুনাথ নগর স্কুল এবং আকিজ স্কুল। এছাড়া আকিজ কলেজিয়েট স্কুল, শিমুলিয়া কলেজ গঙ্গানন্দপুর কলেজ এবং সম্মিলনী কলেজ প্রকল্প উপস্থাপন করে। বিজ্ঞান অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাঁকড়া ডিগ্রি কলেজ, ঝিকরগাছা মহিলা কলেজ এবং শিমুলিয়া কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ।
আজ বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করবে। বিজ্ঞান মেলার সমাপনী আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
শিরোনাম:
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব