ঝিকরগাছা প্রতিনিধি
গতকাল সকালে যশোরের ঝিকরগাছায় দুই দিনব্যাপি ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, অষ্টম বিজ্ঞান অলিম্পিয়াড ও অষ্টম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। যশোরের ঝিকরগাছা উপজেলার মুক্তমঞ্চে মেলার আয়োজন করা হয়। উপজেলার ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠান প্রকল্প উপস্থাপন এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম কামরুজ্জামান জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল ও উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা। অনুষ্ঠানের সার্বিক উপস্থাপনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কামরুজ্জামান। বিজ্ঞান মেলায় বিভিন্ন ধরনের প্রকল্প উপস্থাপন করে সরকারি এমএল হাইস্কুল, বিএম হাই স্কুল, পাইলট বালিকা বিদ্যালয়, সম্মিলনী বালিকা বিদ্যালয়, পারবাজার হাই স্কুল, রঘুনাথ নগর স্কুল এবং আকিজ স্কুল। এছাড়া আকিজ কলেজিয়েট স্কুল, শিমুলিয়া কলেজ গঙ্গানন্দপুর কলেজ এবং সম্মিলনী কলেজ প্রকল্প উপস্থাপন করে। বিজ্ঞান অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাঁকড়া ডিগ্রি কলেজ, ঝিকরগাছা মহিলা কলেজ এবং শিমুলিয়া কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ।
আজ বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করবে। বিজ্ঞান মেলার সমাপনী আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
শিরোনাম:
- যশোর মটর পার্টস সমিতির নির্বাচনে ৫৫ জনের মনোনয়নপত্র জমা
- লোকসমাজের প্রকাশক সুমিতের শ্বশুরের ইন্তেকাল, দাফন সম্পন্ন
- বাংলার মিলন মেলার লোগো উন্মোচন ও নিবন্ধন কার্যক্রম উদ্বোধন বৃহস্পতিবার
- স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা বঞ্চিত যশোরবাসী
- বৈষম্যমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে কাজ করছে জাকের পার্টি : মহাসচিব
- চুকনগর বণিক সমিতির নির্বাচনে সাহিদুল সভাপতি বিল্লাল সম্পাদক
- কদমতলা বাজার কমিটির আইয়ুব সভাপতি, রফিকুল সম্পাদক
- সাতক্ষীরায় পাচারকালে দুই পিস স্বর্ণের বারসহ আটক ১