মাগুরা প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে আব্দুল ওয়াহাব মোল্যা (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার কাউকে কিছু না জানিয়ে গোপনে হাসপাতাল থেকে চলে যান বলে স্বজনরা জানিয়েছেন।
রোববার রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাশিপুর গ্রামের ব্যঙ্গাড়ের দোপ এলাকার ফসলের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ওয়াহাব মোল্যা দীর্ঘদিন যাবত শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার বেশি অসুস্থ হলে সকাল ৮টার দিকে মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কাউকে না জানিয়ে শনিবার সকালে হাসপাতাল থেকে চলে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বজনরা অনেক খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
রোববার বিকেলে কাশিপুর গ্রামের ইলিয়াস মোল্যা ব্যঙ্গাড়ের মাঠে এক জোড়া স্যান্ডেল দেখতে পান এবং স্যান্ডেল জোড়া তিনি কাশিপুর বাজারে নিয়ে আসেন। অনেকে স্যান্ডেল জোড়া ওয়াহাব মোল্যার বলে চিনতে পারেন। পরে স্থানীয় লোকজন যেখানে স্যান্ডেল ছিল সেখানে গিয়ে খোঁজাখুঁজির পরে ওয়াহাব মোল্যার মরদেহ পড়ে থাকতে দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয় ।
নিহত ওয়াহাব মোল্যার ছেলে হুসাম মোল্যা বলেন, আমার বাবা কিভাবে হাসপাতাল থেকে এসেছে সেটা জানতে পারিনি। তার লাশ মাঠে দেখে আমাদের জানায়। আমার আব্বা কিভাবে মারা গেছে তা এখনো বুঝতে পারছি না।
মহম্মদপুর থানার ওসি বোরহান উল ইসলাম জানান, কাশিপুর গ্রামের ফসলের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।
শিরোনাম:
- যশোরে সবজির বাজার চড়া হলেও ইলিশের গায়ে আগুন
- যশোরে এসিড হামলার শিকার পরিবারের পাশে তারেক রহমান
- জুলাই বিপ্লবের শিশু যোদ্ধাদের সম্মানে মৌসুমী ফলের আসর
- অ্যাড. নূরে আলম সিদ্দিকী সোহাগের মতবিনিময় শনিবার
- নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে
- যশোরে জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন
- ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিতয় জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন চায় জামায়াত -অধ্যাপক গোলাম রসুল
- যশোরে ‘চব্বিশের গণআন্দোলন ও আজকের মূল্যায়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত