বিবি প্রতিবেদক
২০২৩ সালের ডিসেম্বর মাসের মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম। গতকাল এ উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ে থেকে তাকে ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হয়। যশোরের মণিরামপুর থেকে চারজন চরমপন্থী আটকসহ অবৈধ অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য উদ্ধারের ঘটনায় তিনি শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হন।
পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে আইন শৃঙ্খলা রক্ষায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে যশোরের মণিরামপুর উপজেলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় চারজন চরমপন্থীকে আটক এবং তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র, দুই কেজি বিস্ফোরদ্রব্য ও সুতলী বোমা উদ্ধার করা হয়। গতকাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ডিসেম্বর ২০২৩ সালের মাসিক মূল্যায়ন সভায় এসআই মফিজুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত করা হয়। এরপরে এদিনই পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার তাকে একটি ক্রেস্ট ও কিছু নগদ অর্থ পুরস্কার দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিবিআই ও সিআইডির পুলিশ সুপারসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পুরস্কৃত হয়ে এসআই মফিজুল ইসলাম পিপিএম জানান, যেকোন ভাল কাজের স্বীকৃতি ও পুরস্কার কর্মস্পৃহাকে বৃদ্ধি করে।
শিরোনাম:
- যশোরে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস : ‘গভীর ঘুমে’ স্বাস্থ্য বিভাগ
- জনগণের প্রত্যাশা পূরণে দরকার নির্বাচিত সরকার : নার্গিস বেগম
- জামায়াতের উদ্যোগে যশোরে এতিমদের মাঝে খাবার বিতরণ
- অস্ত্র মামলায় সন্ত্রাসী প্রান্তের ১৭ বছর কারাদণ্ড
- যশোরে এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ঝিকরগাছায় এসিড নিক্ষেপে শিশু ও নারীসহ আহত ৩
- এমএম কলেজের নতুন অধ্যক্ষ মিজানুর রহমান
- এইচএসসি পরীক্ষার্থীদের পাশে চৌগাছা ছাত্রদল