বিবি ডেস্ক
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল বন্দিদের মুক্তি এবং অবৈধ ডামি সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের একদফা দাবিতে সাতক্ষীরায় কালো পতাকা মিছিল করেছে বিএনপি। জেলা বিএনপির আয়োজনে আজ (মঙ্গলবার) দুপুর ১২ টায় শহরের বাঙালের মোড় থেকে মিছিলটি বের হয়ে শহরের ইটাগাছা ভিসা অফিসের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সদস্য সচিব ও লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা বিএনপির সহ-সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আলীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, বিএনপি নেতা আবুল হাসান হাদী, জেলা যুবদলের সমন্বয়ক ও পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. কামরুজ্জামান ভুট্টো, জেলা ছাত্রদল সভাপতি শরিফুজ্জামান সজীবসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
শিরোনাম:
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব