বিবি প্রতিবেদক
যশোরের অভয়নগরে এক সন্তানের জননীকে বিয়ে করতে নিষেধ করায় পরিবারের উপর অভিমান করে তরিকুল মোড়ল (২০) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন। আজ (মঙ্গলবার) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তরিকুল মোড়ল উপজেলার ধোপাদি গ্রামের বাসিন্দা। এর আগে গত সোমবার রাত ১১ টার দিকে (ঘাসমারা ওষুধ) বিষপান করেন তিনি।
প্রতিবেশী শহর আলী সরদার বলেন, তরিকুল দীর্ঘদিন ধরে ফেসবুকে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করে। সম্পর্কের একপর্যায়ে তরিকুল এক সন্তানের জননী ওই মেয়েকে বিয়ে করতে চায়। ঘটনাটি বাড়িতে জানাজানি হলে পরিবারের লোকজন বিয়ের প্রস্তাব মেনে না নেয়ায় আভিমান করে বাড়ির পাশে একটি মৎস্য ঘেরে গিয়ে ঘাসমারা বিষ খায়। পরে তরিকুল তার বাবাকে ফোন করে বিয়ে না দেয়ার কারনে বিষ খেয়ে আত্মহত্যা করেছি জানায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিকুল ইসলাম জানান, কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম:
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব
- শার্শায় বিদ্যুৎস্পষ্টে শিক্ষার্থীর মৃত্যু
- শার্শা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আটক ৪
- সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর ২ সহযোগী আটক : উদ্ধার জিম্মি ৯ জেলে
- ডাকসুর মতোই সুষ্ঠু হবে জাতীয় নির্বাচন : শফিকুল আলম
- পূজোয় বড় চমক নিয়ে আসছেন মনামী