বিবি প্রতিবেদক
যশোরের অভয়নগরে এক সন্তানের জননীকে বিয়ে করতে নিষেধ করায় পরিবারের উপর অভিমান করে তরিকুল মোড়ল (২০) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন। আজ (মঙ্গলবার) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তরিকুল মোড়ল উপজেলার ধোপাদি গ্রামের বাসিন্দা। এর আগে গত সোমবার রাত ১১ টার দিকে (ঘাসমারা ওষুধ) বিষপান করেন তিনি।
প্রতিবেশী শহর আলী সরদার বলেন, তরিকুল দীর্ঘদিন ধরে ফেসবুকে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করে। সম্পর্কের একপর্যায়ে তরিকুল এক সন্তানের জননী ওই মেয়েকে বিয়ে করতে চায়। ঘটনাটি বাড়িতে জানাজানি হলে পরিবারের লোকজন বিয়ের প্রস্তাব মেনে না নেয়ায় আভিমান করে বাড়ির পাশে একটি মৎস্য ঘেরে গিয়ে ঘাসমারা বিষ খায়। পরে তরিকুল তার বাবাকে ফোন করে বিয়ে না দেয়ার কারনে বিষ খেয়ে আত্মহত্যা করেছি জানায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিকুল ইসলাম জানান, কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম:
- আলুর দাম লাগামহীন ভোক্তার নাভিশ্বাস
- শীতে ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম
- একটা সংস্কার কমিটি দিয়ে সংবিধান সংস্কার সম্ভব না: মির্জা ফখরুল
- নিখোঁজের ৩ দিন পর কপোতাক্ষ নদে মিলল বৃদ্ধার মরদেহ
- কৃষ্ণনগরে আরাফাত কোকো স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন রতনপুর
- পাখির সাথে মানুষের ভালোবাসার গল্প !
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়