বিবি ডেস্ক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সারি সারি ব্যাটারিচালিত তিন চাকার ইজিবাইক। এগুলোর গাঁ ঘেষে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ঢুকতে হচ্ছে। অনেক সময় যাত্রী ও চালকদের আচরণে শিক্ষার্থী ও অভিভাবকরা অস্বস্তিতে পড়ছেন। বিদ্যালয় ছুটির সময়ও একই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে প্রতিদিন।
যশোরের মনিরামপুর পৌর শহরের প্রভাতী বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের চিত্র এটি। বিদ্যালয়টির উত্তর পাশে ভূমি অফিস ও দক্ষিণ পাশে পৌরসভা কার্যালয়।
নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের কয়েকজন শিশু শিক্ষার্থী ও অভিভাবক বলেন, প্রতিদিন বিদ্যালয়ের গেটের সামনে গাড়ি রাখা হয়। এতে করে পথ চলাচল কষ্টকর হয়ে পড়েছে। অনেক সময় যানবাহনের চালকদের সঙ্গে বাগ-বিতন্ডায় জড়িয়ে পড়তে হয়। বিশেষ করে ছুটির সময় যাটজটের সৃষ্টি হয়। অনেকেই প্রধান ফটকের পরিবর্তে বিদ্যালয়ের পিছনের উত্তর পাশ দিয়ে বের হয়। এতে অনেকটা পথ ঘুরতে হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকদুসুর রহমান বলেন, স্কুলের সামনে ইজিবাইক রাখায় শিশু শিক্ষার্থীদের যাতায়াতে অনেক সমস্যা হয়। এখানে গাড়ি না রাখার জন্য চালকদের নিষেধ করা ছাড়াও যানবাহনের স্ট্যান্ডটি সরানোর চেষ্টা করেও কাজ হয়নি।
মণিরামপুর-কালিবাড়ি ইজিবাইক শ্রমিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, নির্ধারিত স্ট্যান্ড না থাকায় তারা সড়কের ওপরে ইজিবাইক রাখতে বাধ্য হচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হাসান বলেন, রাস্তার ওপর যানবাহন স্ট্যান্ড করার সুযোগ নেই। পৌর কতৃপক্ষের বিষয়টি আমলে নিয়ে সমাধান করা উচিৎ।
এ বিষয়ে জানতে মণিরামপুর পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত ফোনটি রিসিভ হয়নি।
শিরোনাম:
- আলুর দাম লাগামহীন ভোক্তার নাভিশ্বাস
- শীতে ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম
- একটা সংস্কার কমিটি দিয়ে সংবিধান সংস্কার সম্ভব না: মির্জা ফখরুল
- নিখোঁজের ৩ দিন পর কপোতাক্ষ নদে মিলল বৃদ্ধার মরদেহ
- কৃষ্ণনগরে আরাফাত কোকো স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন রতনপুর
- পাখির সাথে মানুষের ভালোবাসার গল্প !
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়