মাগুরা সংবাদদাতা
বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২৩’ প্রধানমন্ত্রীর কাছ থেকে জেলা প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরা টাউন হল ক্লাবের সম্মেলন কক্ষে বৃক্ষ রোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২৩ এ প্রথম পুরস্কার পাওয়ায়, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ সভাপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান টাউন হল ক্লাব মাগুরা।
এ সময় টাউন হল ক্লাব মাগুরার পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় তাঁকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ক্লাবের সহ-সভাপতি এ্যাড. আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবু নাসের বেগ বলেন আমি চাই আপনারা গাছ সম্পর্কে জানেন এবং বেশি বেশি গাছ লাগান কারণ গাছের মাধ্যমেই আমাদের অক্সিজেন নিতে হয়, তাই আসুন আগামী প্রজন্মের কথা ভেবে আমরা বৃক্ষরোপণ করি।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, ক্লাবের সাধারণ সম্পাদক জায়েদ বিন-কোবির নিশান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান নাচ কবিতা আবৃত্তি করেন, ফখরুল ইসলাম (তুরান), হাসিয়ারা হাসি, শিপ্রা দাস, টুনি হক, হুমায়ুন কবীর, শামীম শরীফ প্রমুখ।