অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরীর পিতা রোববার থানায় ৫ জনকে বিবাদী করে লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী উপজেলার রাজঘাট এলাকার মল্লেমতলা গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, ১৭ ফেব্রুয়ারি বিকেলে মল্লেমতলা গ্রামের প্রতিবেশীর শিশু পুত্র ও নির্যাতিত ওই শিক্ষার্থীর ছোট ভাই মারামারি করে। তার ভাইকে কেন মারা হয়েছে জানতে চাইলে প্রতিবেশী বিষ্ণু শীল (৫৫), বিষ্ণু শীলের দুই পুত্র উজ্জল শীল (৪০), জনোশীল (৩৫), উজ্জ্বল শীলের স্ত্রী তিথিকা শীল (২৬) ও বিষ্ণু শীলের স্ত্রী শেপালী শীল (৫৫) মিলে ওই কিশোরীকে এলোপাতাড়ি মারধরে জখম করে ও জামাকাপড় ছিড়ে ফেলে। এছাড়া তাকে নির্যাতনে সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে। নির্যাতিত ওই কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নিয়ে ওই দিন বাড়ি ফিরে যায়। এ ঘটনায় কিশোরীর পিতা মফিজুর রহমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম বলেন, শিশুদের মধ্যে মারামারি ঘটনায় বড়রা জড়িয়ে পড়ে ওই কিশোরীকে মারধর করে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম:
- চাকরি দেয়ার প্রলোভনে টাকা আত্মসাত ঘটনায় মামলা
- যশোর-৫ আসন : জোট শরিককে ছাড় দিতে নারাজ বিএনপির তৃণমূল
- কৃষি ও বিনোদনের মেলবন্ধন : যশোর ও ঝিকরগাছায় ‘স্নেহময় রিসোর্ট অ্যাণ্ড এগ্রো ফার্মস’ উদ্বোধন
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কোটচাঁদপুর বিএনপির সমাবেশ
- সন্ত্রাস বিরোধী আইনে বাঘারপাড়ায় সাবেক চেয়ারম্যানসহ ২১ জনের বিরুদ্ধে মামলা: গ্রেফতার ১
- যশোরে চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার
- পান চাষিদের রক্ষায় ১০ দফা দাবিতে স্মারকলিপি প্রদান
- যশোরে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় শিশুর মৃত্যু
