অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহিদদের স্মরণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বুইকারা আল হেলাল একাডেমী সংলগ্ন মাঠে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্রমিক কল্যান ফেডারেশন যশোর জেলা শাখার সভাপতি আব্দুল মালেক খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা জেলা শাখার সভাপতি আলী আকবার মোড়ল, যশোর জেলা শাখার অর্থবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমির আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক ও হিজবুল্লাহ দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা ওয়ালিউল্লাহ বরকতি, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ইউনুস আকুঞ্জি, জেলা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমান, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের টিম সদস্য ইমরান আকুঞ্জি। সার্বিক তত্বাবধানে ছিলেন, হাফেজ আব্দুল্লাহ্ আল মামুন।
##
শিরোনাম:
- পাইকগাছায় কমিটি গঠন দ্বন্দ্বে সংঘর্ষ,থানায় মামলা
- যশোরে দুই নারীকে কুপিয়ে ও পিটিয়ে জখম
- বাঘারপাড়ায় মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড
- সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার
- ‘যশোর স্পেশাল’ ট্রেন ভরে ঢাকায় গেছেন হাজার হাজার নেতাকর্মী
- আনন্দ-উচ্ছ্বাস, প্রার্থনা মিলনমেলার আবহ যশোরে চার্চে, খ্রিষ্টান পল্লীতে
- যশোরে তিনটিতে প্রার্থী বদল বিএনপির, ৯ বঞ্চিতও নিলেন মনোনয়নপত্র ‘বিদ্রোহীর’ শঙ্কা!
- এক ম্যাচ বাকি থাকতেই নারী বিভাগে চ্যাম্পিয়ন মোহসেনা
