অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহিদদের স্মরণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বুইকারা আল হেলাল একাডেমী সংলগ্ন মাঠে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্রমিক কল্যান ফেডারেশন যশোর জেলা শাখার সভাপতি আব্দুল মালেক খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা জেলা শাখার সভাপতি আলী আকবার মোড়ল, যশোর জেলা শাখার অর্থবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমির আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক ও হিজবুল্লাহ দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা ওয়ালিউল্লাহ বরকতি, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ইউনুস আকুঞ্জি, জেলা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমান, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের টিম সদস্য ইমরান আকুঞ্জি। সার্বিক তত্বাবধানে ছিলেন, হাফেজ আব্দুল্লাহ্ আল মামুন।
##
শিরোনাম:
- এম এ রশিদের ৮ম মৃত্যুবার্ষিকী আজ
- যশোরে ২৫ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রির লক্ষ্য
- কেশবপুরে যুবদল নেতা উজ্জ্বলের দাফন সম্পন্ন
- যশোরে হত্যাচেষ্টা মামলায় আটক ৪
- ছেলের নির্যাতনে পিতার মৃত্যুর অভিযোগ, জামাইয়ের মামলায় আড়াই মাস পর তোলা হলো বৃদ্ধের লাশ
- মধ্যেরাতে যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় যশোরে আ’লীগ নেতা বাবুলসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, আটক ২
- যশোর জেলা জমঈয়ত শুব্বানের সভাপতি এনামুল, সেক্রেটারি হান্নান
- ছোট ভাইয়ের বঁটির কোপে বড় ভাই নিহত
