বাংলার ভোর প্রতিবেদক
আইডিয়া স্পোকেন-দ্য গেইম মেথড’র উদ্যোগে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে নতুন ব্যাচের ওরিয়েন্টেশন হয়েছে। শুক্রবার বিকেলে আইডিয়া কার্যালয়ে বির্তক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়া স্পোকেন-দ্য গেইম মেথড’র প্রতিষ্ঠাতা ও সরকারি মাইকেল মধুসূদন কলেজের সহকারী অধ্যাপক মো হামিদুল হক।
বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় “লাইফ ওয়াজ বেটার বিফোর স্মার্টফোন” বিষয়ে শাইনিং স্টার ও ওয়ার্ড ওরিওরস নামে দুটি দল। ক্যাপ্টেন রাইয়্যান তাসনিম অপ্সরা নেতৃত্বে পক্ষ দলে ছিলেন শাইনিং স্টারের ঐশ্বর্য্য, মারিয়া, আব্দুল্লাহ ও ক্যাপ্টেন সামিহা নাজনিনের নেতৃত্বে বিপক্ষে দলে ছিলেন ওয়ার্ড ওরিওরসের আলিফ, জাফর, আফিয়া। বিতর্কে জয়লাভ করেছে সাইনিং স্টার। শ্রেষ্ঠ বক্তা হয়েছেন তাসফিয়া হক ঐশ্বর্য্য।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন যশোর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক দীপ্তি মিত্র, আইডিয়া পিঠা পার্কের সমন্বয়ক সোমা খান ও আইডিয়া পিঠা পার্কের এইচআর অ্যাডমিন মিতালি বালা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইডিয়া স্পোকেন’র কো-অর্ডিনেটর নাবিলা সুলতানা। আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
শিরোনাম:
- সবজির দামে ক্রেতার প্যাকেট ভরলেও ফাঁকা হচ্ছে কৃষকের থলে
- যশোরে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহের হানা
- যশোর-৫ জমিয়তকে ছেড়ে দেয়ার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ
- যশোরে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
- যশোরে ভোটের গাড়ির প্রদর্শনী অনুষ্ঠিত
- নিম্নমানের সামগ্রি দিয়ে নির্মাণের অভিযোগ
- মণিরামপুরে ঠাকুর অনুকূল চন্দ্রের বর্ষস্মরণ উৎসব অনুষ্ঠিত
- মুনসী মেহেরউল্লাহ ছিলেন মুসলিম জাতির জন্য নক্ষত্র
