বাংলার ভোর প্রতিবেদক
আইডিয়া স্পোকেন-দ্য গেইম মেথড’র উদ্যোগে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে নতুন ব্যাচের ওরিয়েন্টেশন হয়েছে। শুক্রবার বিকেলে আইডিয়া কার্যালয়ে বির্তক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়া স্পোকেন-দ্য গেইম মেথড’র প্রতিষ্ঠাতা ও সরকারি মাইকেল মধুসূদন কলেজের সহকারী অধ্যাপক মো হামিদুল হক।
বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় “লাইফ ওয়াজ বেটার বিফোর স্মার্টফোন” বিষয়ে শাইনিং স্টার ও ওয়ার্ড ওরিওরস নামে দুটি দল। ক্যাপ্টেন রাইয়্যান তাসনিম অপ্সরা নেতৃত্বে পক্ষ দলে ছিলেন শাইনিং স্টারের ঐশ্বর্য্য, মারিয়া, আব্দুল্লাহ ও ক্যাপ্টেন সামিহা নাজনিনের নেতৃত্বে বিপক্ষে দলে ছিলেন ওয়ার্ড ওরিওরসের আলিফ, জাফর, আফিয়া। বিতর্কে জয়লাভ করেছে সাইনিং স্টার। শ্রেষ্ঠ বক্তা হয়েছেন তাসফিয়া হক ঐশ্বর্য্য।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন যশোর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক দীপ্তি মিত্র, আইডিয়া পিঠা পার্কের সমন্বয়ক সোমা খান ও আইডিয়া পিঠা পার্কের এইচআর অ্যাডমিন মিতালি বালা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইডিয়া স্পোকেন’র কো-অর্ডিনেটর নাবিলা সুলতানা। আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
শিরোনাম:
- সন্তানের চিকিৎসায় ব্যকুল অভিভাবক
- তফসিল ঘোষণা : স্বাগত জানিয়ে যশোরে বিএনপির মিছিল
- এনবিআর সদস্য’র সাথে যশোর চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়
- মণিরামপুরে শান্তির সুবাতাস বহমানের ব্যবস্থা করা হবে : শহীদ ইকবাল
- দেশের স্বার্থ জলাঞ্জলিদানকারীদের ক্ষমতায় আসতে দেয়া হবে না : নার্গিস বেগম
- চৌগাছায় প্রয়াত বিএনপি নেতার কবর জিয়ারত করলেন জহুরুল ইসলাম
- যশোরে ইয়াবাসহ নারী আটক
- যশোরে শিশুদের শীত পোশাক দিল ‘ইমপেক্ট ইনিশিয়েটিভ’
