বাংলার ভোর প্রতিবেদক
আমাদের সমাজে ভালোগুণের দুর্ভিক্ষ চলছে বলে মন্তব্য করেছেন আস সুন্নাহ ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। শুক্রবার রাতে যশোর পুলেরহাটস্থ আদ-দীন ফাউণ্ডেশনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপি তাফসিরুল কোরআন মাহফিলের তৃতীয় দিনের প্রথম বক্তার বক্তব্যকালে তিনি এ কথা বলেন। শায়খ আহমাদুল্লাহ বলেন, আমাদের সমাজে ভালোগুণের দুর্ভিক্ষ চলছে। এর অন্যতম আদাব শিষ্ঠাচার। শিশু থেকে কিশোর, যুবক থেকে বৃদ্ধা পর্যন্ত শিষ্ঠাচাররের ভয়বহ অভাব লক্ষ্য করছি। বিশেষ করে পশ্চিমা সংস্কৃতি আমাদের স্বদেশে বাস্তবায়ন করতে একটি গোষ্ঠী এ কাজ করছে। তারা এই সমাজে লুকিয়ে থেকে ইসলামের কৃষ্টিকালচার মুছে দিতে শত সহস্র উদ্যোগ নিয়েছে। এখন আমাদের জরুরি হয়ে পড়েছে, কোরআন শিক্ষা ধারণ করে প্রচার করে প্রতিষ্ঠিত করা। এই শিক্ষা ঘরে বাইরে আইনে সংবিধানে সংসদে সর্বত্র বাস্তবায়ন করে ভিনদেশি পশ্চিমা সংস্কৃতির ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে।

ইসলামী সংগঠনে মতপার্থক্য থাকলেও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শায়খ আহমাদুল্লাহ বলেন, ইসলামী দলগুলোতে মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু ইসলামের স্বার্থে সবাইকে এক থাকতে হবে। তিনি বলেন, ‘দেশে শব্দ সন্ত্রাস শুরু হয়েছে। যত্রতত্র রাস্তায় হর্ণ বাজানো হচ্ছে। থার্টি ফার্স্ট নাইটের নামে ভিনদেশি সংস্কৃতিতে ঝুঁকে পড়েছে তরুণ সমাজ। এতো প্রচার প্রচারণা করে সর্তক করেও থার্টিফাস্ট নাইটে বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তিরা শব্দ সন্ত্রাসে মেতেছিলেন। শত শত মানুষের কষ্টের কারণ হয়েছে। ধর্ম হোক বা রাজনীতি, বিনোদন হোক আর আনন্দ হোক। আনন্দ-বিনোদনের নামে কোন শব্দ সন্ত্রাস করে মানুষকে অতিষ্ঠ করা কোন সভ্য সমাজের কাজ হতে পারে না। তাই আমাদের ভিনদেশী অপসংস্কৃতি আমদানি করা থেকে বিরত থাকতে হবে এবং থামাতে সচেতন হতে হবে।’

এদিকে শায়খ আহমাদুল্লাহ বক্তব্য পরে বক্তব্য শুরু করেন ড. মিজানুর রহমান আজহারী। দেশের জনপ্রিয় দুই ইসলামি স্কলারের আগমন উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানের ঢল নামে যশোরের পুলেরহাট এলাকায়। সকাল থেকে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে মানুষ বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে আসতে শুরু করে। দলে দলে মানুষের উপস্থিতি হতে শুরু কর মাহফিলের মাঠে। যান চলাচল বন্ধ রয়েছে যশোর-সাতক্ষীরা, যশোর-খুলনা মহাসড়কের যশোর অংশে। এ মাহফিলে চার দিনব্যাপি ইসলামী বই মেলা ও প্রদর্শনী করা হচ্ছে। মেলায় ২২টি স্টল রয়েছে। একই সঙ্গে শিশুদের জন্য ‘কিডস জোন’ করা হয়েছে।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version