আশাশুনি সংবাদদাতা
আশাশুনিতে অপপ্রচার ও কুৎসা রটিয়ে রাজনৈতিক ফায়দা লোটার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাবেক শ্রমিকদল নেতা আলমগীর হোসেন টুটুল।

বৃহস্পতিবার দুপুরে আশাশুনি প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক প্রেক্ষাপট বদলের পর একশ্রেণির কুচক্রী মহল আমাকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করতে দলীয় নেতৃবৃন্দকে নানাভাবে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।

রাজনৈতিকভাবে প্রতিহত করতে আমাকে স্বেচ্ছাসেবকলীগের সদস্য হিসেবে একটি মিথ্যা বানোয়াট জাল কাগজের কমিটি তৈরি করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি কখনই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম না।

আমি সকল মিথ্যাচার ও বানোয়াট এবং উদ্দেশ্য প্রনোদিতভাবে তৈরি করা কমিটি সৃষ্টিকারীদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা নিতে নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

Share.
Exit mobile version