সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন উপকূলীয় আশাশুনি উপজেলার অসহায়-শারীরিক প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, নর্দান এডুকেশন গ্রুপের প্রেসিডেন্ট ও লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।
আজ (শনিবার) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরার আশাশুনি সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের আয়োজনে ১২২ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ড.আবু ইউসুফ মোহাম্মদ আব্দল্লাহ তার নিজস্ব অর্থায়নে এ সব হুইল চেয়ার বিতরণ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজারুল ইসলাম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ড.আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ বলেন, প্রতিবন্ধী নাগরিকরা যেন সমাজে অন্যসব নাগরিকের মতো সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারেন সে বিষয়ে জনসচেতনা তৈরি করতে হবে।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আসিফ ইকবালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা কৃষক লীগের সভাপতি এনএম বি রাশেদ সরোয়র শেলী, সাধারণ সম্পাদক মতিলাল সরকার, প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক,এ্যাড আবুল কালাম আজাদ, কপোতাক্ষ কৃষি ও বনায়ন সমবায় সমিতি খরিয়াটি শাখার চেয়ারম্যান আওছাফুর রহমান, খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক রমজান আলী মোড়ল প্রমুখ।
এছাড়া জেলা ও উপজেলার প্রশাসনিক, রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- যশোরে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণায় হামলা
- মাদার তেরেসা এ্যাওয়ার্ড পেলেন ডুমুরিয়ার খেলাফত ওহিদুজ্জামান
- শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে মাগুরা-২ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু
- প্রায় দেড় যুগ পর পাড়া মহল্লায় নির্বাচনী উৎসব
- যশোর-৩ আসনে দাঁড়িপাল্লার প্রচার মিছিল
- তরিকুল ইসলামের কবর জিয়ারতের মাধ্যমে রশিদ আহমাদের প্রচারণা শুরু
- শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে প্রচারণা শুরু রাশেদের
- যশোরে লাঙলের প্রচারণা শুরু
