ঢাকা অফিস

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, যারা চব্বিশের আন্দোলনকে অতি গুরুত্ব দিচ্ছে, তারা জানে না-একাত্তর আর চব্বিশের পার্থক্য আকাশ-পাতাল। ইতিহাস কখনোই একাত্তরের ধারেকাছেও চব্বিশকে ঠাঁই দেবে না।

২৬ মার্চ সকালে নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত ‘স্বাধীনতার ৫৪ বছরে রাজনীতি বনাম দুর্নীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, নতুন প্রজন্মের প্রতিটি প্রতিনিধির জানা প্রয়োজন মুক্তিযুদ্ধ আর বৈষম্য বিরোধী আন্দোলন এক নয়। যারা মুক্তিযুদ্ধের মত বিশ্ব স্বীকৃত বিষয়কে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা স্বাধীনতা-সার্বভৌমত্ব ও দেশ বিরোধী এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে। ইতিহাস এদেরকে কখনোই ক্ষমা করবে না।

এ সময় আরো বক্তব্য রাখেন, নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সদস্য আল আমিন বৈরাগী, রায়হান সাগর, কাজী নওফেল প্রমুখ। এর আগে জাতীয় স্মৃতিসৌধে নতুনধারার পক্ষ থেকে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version