ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিনকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।
জাতীয় সাংসদ স্থানীয় সংবাদকর্মীদের একসাথে দেখে খুশি হন। এ সময় তিনি সংবাদকর্মীদের উদ্দেশ্য করে বলেন আমার চৌগাছা-ঝিকরগাছা আসনে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না। ইজিবাইক, ভ্যান-রিকশা, নসিমন, ফুটপাতের দোকান বা কোনো ব্যক্তির কাছ থেকে ভয় দেখিয়ে কেউ কোনো অর্থ নিতে পারবেনা। যদি কেউ হয়রানির শিকার হন তবে আমাকে জানাবেন। তিনি আরও বলেন, আমি মানুষের সেবা করতে এসেছি। আমার নাম ভাঙিয়ে কেউ কোনো অপরাধ, মাদক কারবারি, সন্ত্রাসী কর্মকান্ড পরিচারনা করলে যত দ্রুত পারেন আমাকে জানাবেন। তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও যারা এমন কার্যক্রম পরিচালনা করে এবং মদদ দেন তাদের বিরুদ্ধে আপনারা লিখবেন। সকল ভালো কাজে আমি সবসময় আপনাদের সাথে আছি এবং থাকবো।
গতকাল বেলা ১২টার সময় হাসপাতাল রোডের দৌলতুন্নেসা ওহাব ফাউন্ডেশন চত্বরের এই আয়োজনে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ইসমাইল হোসেন, আ. জলিল, সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, সিনিয়র সহ সভাপতি মহাসিন আলম, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন মোড়ল, এএসএম জাফর ইকবাল, সহ সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম, প্রচার সম্পাদক সুজন মাহমুদ, সহ দপ্তর সম্পাদক সুমন হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ,তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান,কার্যকরী সদস্য আলমগীর হোসেন, মাহমুদুল হাসান সুমন, সাদ্দাম হোসেন, আব্দুল জব্বার, রেজওয়ান আহমেদ, শাকিল আহমেদ প্রমুখ।
শিরোনাম:
- আজ অগ্রহায়ণের প্রথম দিন
- পাঁচ হাজার মোটরসাইকেলে আজিজুরের শোডাউন
- যশোরে চাকুসহ আটক ২
- তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের বিজয়ী, চুড়ামনকাটি ও হৈবতপুর ইউনিয়ন
- যশোরে আমগাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা
- পার্কে যুগলের বিষপান; প্রেমিকা বেঁচে ফিরলেও ফেরেনি প্রেমিক
- মণিরামপুরের ধানের শীষের পক্ষে বিএনপির মিছিল-সমাবেশ
- খামারবাড়িতে রচনা প্রতিযোগিতায় বিজয়ীরা পেল কৃতিত্বের সনদ
