কালিগঞ্জ সংবাদদাতা

সাতক্ষীরার কালিগঞ্জে আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে বরখাস্ত ও শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও রুমে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। রোববার সকালে বিক্ষুব্ধ শিক্ষক, কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সচেতন এলাকাবাসী আধাঘন্টা সাতক্ষীরা কালিগঞ্জ মহাসড়কে যানবাহন আটকে এ মানববন্ধন ও সমাবেশ করে।

এ সময় বক্তব্য রাখেন ভাড়াশিমলা ইউপির সদস্য ডা. আব্দুল কাদের, ইউপি সদস্য নিজাম উদ্দিন, শিক্ষক আব্দুর রাজ্জাক, শিক্ষক আলমগীর হোসেন, শিক্ষক প্রদীপ কুমার পাল, শিক্ষক আব্দুস সামাদ, শিক্ষক হাবিবুর রহমান, অভিভাবক হাফিজুল ইসলাম, ওসমান, তামিম, রবিউল ইসলাম, দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া সুলতানা, নাছিমা সুলতানা ও অর্পিতা ঘোষ প্রমুখ।
মানববন্ধন শেষে মিছিল সহকারে স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের রুমে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধরা। তাদের এ আন্দোলন অব্যহত থাকবে বলে জানান তারা।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version