কালিগঞ্জ সংবাদদাতা
কালিগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদের সামনে উপজেলা শিক্ষা অফিসার আশিষ কুমার নন্দীর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহিদুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সিনিয়র সহ সভাপতি এসএম আহম্মদ উল্লাহ বাচ্চু প্রমুখ। এ সময়ে উপজেলার গড়ইমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সাকিবুল হাসান, গোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া পারভীন ও গোবিন্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র অর্পন মল্লিককে বিশেষ চাহিদা সম্পন্ন খাত থেকে করে হুইল চেয়ার প্রদান করা হয়।
শিরোনাম:
- যশোরে মাদকসহ যুবক আটক
- স্কুলছাত্র অলিদ হত্যায় চারজনের বিরুদ্ধে চার্জশিট
- দলীয় নির্দেশনা ভঙ্গ : নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতিকে শোকজ
- যশোরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন
- যশোরে গান আর শ্লোগানে বাউলদের ওপর হামলার প্রতিবাদ
- নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, স্থানীয়দের সঙ্গে যবিপ্রবি শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ
- যশোরে ককটেল, পেট্রোল বোমাসহ যুবদল নেতা আটক
- তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল আজ দু’টি কোয়ার্টার ফাইনাল
