কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার বেলাট দৌলতপুর আলিম মাদ্রাসার তিন পরীক্ষার্থীর একসঙ্গে জ্ঞান হারানোর ঘটনা ঘটেছে। ওই তিন শিক্ষার্থীকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। রোববার সকালে শিক্ষা প্রতিষ্ঠানটিতে দাখিল পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল ১০টায় কেন্দ্রটিতে বিভিন্ন মাদ্রাসা থেকে আসা ছাত্রছাত্রীদের পরীক্ষা শুরু হয়। এরপর পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর মাজদিয়া আয়েশা ফুলজাল মেমোরিয়াল দাখিল মাদ্রাসার ছাত্রী শামিমা খাতুন (১৬) অসুস্থ হয়ে জ্ঞান হারায়। কিছু সময় পরই একই মাদ্রাসার ছাত্রী নদী খাতুন (১৬) ও সুরাইয়া খাতুন (১৬) অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে।
বেলাট দৌলতপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ অলিউর রহমান জানান, পরীক্ষা শুরুর প্রায় এক ঘণ্টা পর তিন ছাত্রী অসুস্থ হয়ে জ্ঞান হারায়। তাদের প্রাথমিক চিকিৎসায় জ্ঞান না ফিরে না আসাতে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শিশির কুমার সানা জানান, অসুস্থ অবস্থায় শিক্ষার্থীদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা দেবার পর তাদের জ্ঞান ফিরে আসে। তিনি জানান, পরীক্ষার মানসিক টেনশনে এমনটা হতে পারে। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
শিরোনাম:
- চাকরি দেয়ার প্রলোভনে টাকা আত্মসাত ঘটনায় মামলা
- যশোর-৫ আসন : জোট শরিককে ছাড় দিতে নারাজ বিএনপির তৃণমূল
- কৃষি ও বিনোদনের মেলবন্ধন : যশোর ও ঝিকরগাছায় ‘স্নেহময় রিসোর্ট অ্যাণ্ড এগ্রো ফার্মস’ উদ্বোধন
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কোটচাঁদপুর বিএনপির সমাবেশ
- সন্ত্রাস বিরোধী আইনে বাঘারপাড়ায় সাবেক চেয়ারম্যানসহ ২১ জনের বিরুদ্ধে মামলা: গ্রেফতার ১
- যশোরে চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার
- পান চাষিদের রক্ষায় ১০ দফা দাবিতে স্মারকলিপি প্রদান
- যশোরে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

