কালীগঞ্জ সংবাদদাতা
ঝিনাইদহ কালীগঞ্জের সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে মাসিক বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। সোমবার দুপুরে কলেজটির অফিস কক্ষে এক সভায় ২০২৪ সালের জানুয়ারি থেকে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের ১২০ টাকার স্থলে ২০ টাকা এবং স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের ৩০০ টাকার স্থলে ২৫ টাকা বেতন নেয়ার সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোজ কান্তি বিশ্বাস।

সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, কলেজটি ২০১৮ সালের আগস্ট মাসে সরকারিকরণ করা হয়। দীর্ঘ ছয় বছর অতিবাহিত হলেও কলেজ কর্তৃপক্ষ বেসরকারি নিয়মেই শিক্ষার্থীদের কাছ থেকে বেতন আদায় করে আসছিল। বিষয়টি সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কলেজ শাখার নেতৃবৃন্দকে জানায়। পরবর্তীতে গত বুধবার কালীগঞ্জ উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে কলেজ অধ্যক্ষ বরাবর সরকারি নিয়মে বেতন নির্ধারণ ও এতদিনের প্রদেয় বেতনের অতিরিক্ত টাকা ফেরত চেয়ে লিখিত দাবি পেশ করে।

উপজেলা ছাত্রদলের আহবায়ক মারুফ বিল্লাহ বলেন, ছাত্রদল বরাবরই সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ে ভূমিকা পালন করে। কলেজের সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে বেতন বাবদ অতিরিক্ত টাকা আদায় সম্পর্কে জানতে পারে কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দরা। পরে কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়ে দাবি আদায় করা হয়েছে।

কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোজ কান্তি বিশ্বাস জানান, ২০১৮ সালে কলেজটি সরকারি করা হলেও এখন পর্যন্ত সকল শিক্ষক ও কর্মচারীরা সরকারি হতে পারেননি। ডিজি থেকে মৌখিকভাবে বেসরকারিভাবে বেতন আদায়ের নির্দেশনা দেয়া ছিল। আমরা সেভাবেই বেতন আদায় করছিলাম। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এখন থেকে অন্যান্য সরকারি কলেজের নিয়মে বেতন আদায়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যা ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version